Posts

Showing posts from October 31, 2021

পরম শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম।

Image
  মোঃমোশারফ হোসেন রুবেল  ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম। অদ্য ২৯ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে একজন পুলিশ সুপার হিসেবে নিয়েছেন নানামুখী উদ্যোগ। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

ত্রিশ পেড়িয়ে জীবনটা!

Image
  কাব্য লেখিকা  দৈনিক বঙ্গ দর্পন ত্রিশ পেড়িয়ে... বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুড়িও না, অদ্ভুত একটা বয়স। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।  যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।  ত্রিশে পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিন গুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা ...