পরম শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম।
মোঃমোশারফ হোসেন রুবেল ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম। অদ্য ২৯ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে একজন পুলিশ সুপার হিসেবে নিয়েছেন নানামুখী উদ্যোগ। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।