ধামইরহাটে দোতলা মাটির এসি বাড়ি দেখতে কৌতুহলী মানুষের ভীড়
মোঃ মিনহাজুল হক নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে মাটির দোতলা এসি বাড়ী দেখতে কৌতুহলী মানুষের ভীড় বেড়েই চলছে। উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ বাড়ী অবস্থিত। এ বাড়ীর সৌন্দর্য ও গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম অনুভূত হওয়ার দূরদূরান্ত থেকে মানুষ এ বাড়ী দেখতে আসে। বাড়ীর লোকজন অত্যন্ত যত্নসহকারে কৌতুহলী মানুষকে বাড়ী ঘুরে দেখান। সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে,ফতেপুর চৈতন্যপুর গ্রামের মৃত নইমুদ্দিন মন্ডলের ছেলে ইয়াকুব আলী প্রায় ৩০ বছর আগে একটি মাটির দোতলা বাড়ী নির্মাণ করেন। ত্রিশ শতাংশ জমিতে তার বসতবাড়ী রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ জমিতে পুকুর রয়েছে। বাড়ীটির দৈর্ঘ্য ৪৬ ফুট এবং প্রস্ত ২৪ ফুট। বাড়িটির নিচতলায় তিনটি রুম এবং উপর তলায় রয়েছে দুটি রুম। বাড়ীটি মাটি দিয়ে তৈরি হলেও দেওয়ালে কিছু অংশ মাটি তুলে সেখানে বালু ও সিমেন্ট দিয়ে ওয়ালগুলো পলেস্তারা করা হয়েছে। বাড়ীর ভেতরের ঘরের সাথে আধুনিক সুযোগ সুবিধা সমম্বিত ওয়াস রুম রয়েছে। এছাড়া বাড়ীর ভিতরে বারান্দার মেঝে টাইলস করেছেন। ঘরের মেঝে পলেস্তারা করা রয়েছে। প্রায় পাঁচ বছর আগে পুরো বাড়ীটি আকর্ষণীয় ডিসটেমপার রং ক...