Posts

Showing posts from November 20, 2021

ধামইরহাটে দোতলা মাটির এসি বাড়ি দেখতে কৌতুহলী মানুষের ভীড়

Image
  মোঃ মিনহাজুল হক  নওগাঁ জেলা প্রতিনিধি  নওগাঁর ধামইরহাটে মাটির দোতলা এসি বাড়ী দেখতে কৌতুহলী মানুষের ভীড় বেড়েই চলছে। উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ বাড়ী অবস্থিত। এ বাড়ীর সৌন্দর্য ও গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম অনুভূত হওয়ার দূরদূরান্ত থেকে মানুষ এ বাড়ী দেখতে আসে। বাড়ীর লোকজন অত্যন্ত যত্নসহকারে কৌতুহলী মানুষকে বাড়ী ঘুরে দেখান। সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে,ফতেপুর চৈতন্যপুর গ্রামের মৃত নইমুদ্দিন মন্ডলের ছেলে ইয়াকুব আলী প্রায় ৩০ বছর আগে একটি মাটির দোতলা বাড়ী নির্মাণ করেন। ত্রিশ শতাংশ জমিতে তার বসতবাড়ী রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ জমিতে পুকুর রয়েছে। বাড়ীটির দৈর্ঘ্য ৪৬ ফুট এবং প্রস্ত ২৪ ফুট।  বাড়িটির নিচতলায় তিনটি রুম এবং উপর তলায় রয়েছে দুটি রুম। বাড়ীটি মাটি দিয়ে তৈরি হলেও দেওয়ালে কিছু অংশ মাটি তুলে সেখানে বালু ও সিমেন্ট দিয়ে ওয়ালগুলো পলেস্তারা করা হয়েছে। বাড়ীর ভেতরের ঘরের সাথে আধুনিক সুযোগ সুবিধা সমম্বিত ওয়াস রুম রয়েছে।  এছাড়া বাড়ীর ভিতরে বারান্দার মেঝে টাইলস করেছেন। ঘরের মেঝে পলেস্তারা করা রয়েছে। প্রায় পাঁচ বছর আগে পুরো বাড়ীটি আকর্ষণীয় ডিসটেমপার রং ক...

মহাদেবপুরে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক

Image
মোঃ মিনহাজুল হক  নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  নওগাঁর মহাদেবপুরে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শেষে আলুচাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠজুড়ে কেউ খেতে সেচ দিচ্ছেন, কেউ টপ ড্রেসিং (আলু গাছের সারিতে মাটি তুলে দেয়া ও সরিয়ে দেয়ার কাজ) করছেন।  আবার কেউ কেউ নিড়ানি দেয়াসহ সার-কীটনাশক প্রয়োগ করছেন। যেন দম ফেলার সময় নেই চাষিদের। দিনে পরিমিত রোদ ও রাতে কুয়াশা। নেই পোকা-মাকড়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আগামী ২০-২২ দিনের মধ্যে আগাম জাতের আলু বাজারে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগাম লাগানো আমন ধান কর্তণের পর কৃষকরা জমি পতিত রাখে না। বছরের পর বছর যেসব জমি পড়ে থাকতো কৃষি বিভাগের সহযোগিতায় কয়েক বছর থেকে সেসব জমিতে আলুচাষ করে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা। ২০২১-২০২২ রবি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ব্লকে এক হাজার ৭৯০ হেক্টর জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ৩৯০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী), ষাটাল ও স্থানীয় জাতের আলুচা...

শোক সংবাদ

Image
প্রধান কার্যালয়  দৈনিক বঙ্গ দর্পন সকলের  সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আজ দুপুরে মানবিক আবেদন শিরোনামে বরিশাল ঝালকাঠির এক অসুস্থ নবজাতকের সাহায্যের জন্য  প্রতিবেদন করা হয়েছিলো দৈনিক বঙ্গ দর্পন পত্রিকায় নবজাত শিশুটি কিছুক্ষণ আগে মৃত্যু বরন করেছে।ইন্মা নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সকলে তার বিদেহী আত্মার মাখবেরাত কামনা করবেন।মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন .....আমিন.....

দৈনিক বঙ্গ দর্পন পত্রিকার আইন বিষয়ক উপদেষ্টা মোছাম্মত ছাবিনা ইয়াছমিন সুরভীর শুভ জন্মদিন।

Image
প্রধান কার্যালয় দৈনিক বঙ্গ দর্পন আজ আমাদের দৈনিক বঙ্গ দর্পন পত্রিকার সম্মানিত আইন বিষয়ক উপদেষ্টা জনাবা মোছাম্মত ছাবিনা ইয়াছমিন সুরভীর শুভ জন্মদিন।।  দৈনিক বঙ্গ দর্পন পত্রিকার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।  শুভ জন্মদিন 

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মহসিন নামের এক স্কুল ছাত্র নিহত। ঘাতক যাত্রীবাহী বাস আটক।

Image
  ওসমান গনি  মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন  গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায়  সড়ক দুর্ঘটনায় মহাসিন নামের ১৫ বছরের একজন স্কুলছাত্র যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয় বলে জানা যায়। গজারিয়া উপজেলা আনারপুরা গ্রামেট ইব্রাহিমের ছেলে ভাটেরচর এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্র। সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা থেকে যাত্রীবাহী বাসটি কুমিল্লা যাওয়ার পথে বাসের চাপায় নিহত হয় স্কুলছাত্র পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। পরে ঘাতক যাত্রীবাহী গাড়িটিকে আটক করেছে ভবেরচর হাইওয়ে থানার পুলিশ এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শাহজালাল বাবুল বলেন লাশ ও ঘাতক যাত্রীবাহী বাস পুলিশ হেফাজতে রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।