পাবনায় ডিবি পরিচয়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন।
পাবনায় ডিবি পরিচয়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন। শরিফুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন গত ২৫সে আগষ্ট ২০২২ তারিখে আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন মোবারকপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম জনতা ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ৮,০০০০০/- (আট লাখ) টাকা নিয়ে ভ্যানযোগে আমিনপুর থানাধীন কাশিনাথপুর নগরবাড়ী মহা সড়কে নান্দিয়ারা গ্রামস্থ কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর পৌছানোমাত্র একটি সাদা মাইক্রোবাস ভ্যানের গতিরোধ করে দাড়ায়। মাইক্রোবসের ভিতর থেকে বের হয়ে এসে কয়েক জন অজ্ঞাতনামক ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টেনে হেচরে প্রাণ নাশের ভয় দেখিয়ে জোরপূর্বক মাইক্রোবাসের ভিতরে তুলে চোখ বেঁধে তার নিকট থাকা নগদ ৮,০০,০০০/-টাকা বলপূর্বক ছিনিয়ে নেয়। পারে ঘটনার দিনই দুপুর ০১.০০ ঘটিকায় উক্ত ভিকটিমকে আমিনপুর থানাধীন আলাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উক্ত ঘটনার পরিপেক্ষিতে আমিনপুর থানায় একটি দস্যুতার মামলার রজু হয়। যাহার মামলা নং-২০ তারিখ-২৬/০৮/২০২২ইং ধারা-৩৯২/১৭০(পরিবর্তী...