উৎসব মুখর পরিবেশে চলছে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ।
উৎসব মুখর পরিবেশে চলছে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ। শরিফুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন আজ ১০ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব আব্দুল মান্নান এর নেতৃত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম শাহাবুদ্দিন টুটুল ও মোখলেছুর রহমান মুকুল' র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ শ্রমিক দের বাধভাঙ্গা উল্লাশ এই নির্বাচন কে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ৭ বছর পরে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখা ২,৪৮৭ জন এবং ১৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ গ্রহণ করছে ৩৪ জন প্রার্থী। ভোট অনুষ্ঠিত হচ্ছে ৫৯ টি গোপন বুথ ও ২৯ জন স্থানীয় শিক্ষক দ্বারা ভোট গ্রহণ করছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার ২ ঘন্টা পরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন বেড়া উপজেলা সহকারী নির্বাহী অফিসার (ভুমি)রিজু তামান...