Posts

Showing posts from November 19, 2021

“মাসিক কল্যাণ সভা” নভেম্বর/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত

Image
  মোঃমোশারফ হোসেন রুবেল ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন “মাসিক কল্যাণ সভা” নভেম্বর/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত                                        অদ্য ইং ১৭-১১-২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় শিল্পাঞ্চল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের সভাকক্ষে মাসিক কল্যাণ সভা নভেম্বর/২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।  কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার,  সহকারী পুলিশ সুপার ইনচার্জ- সাব-জোন-১ (ভালুকা), পুলিশ পরিদর্শকগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্যদের  কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি দাওয়া সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং  সমস্যা গুলো তাৎক্ষনিক সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং করতে নির্দেশ প্রদান করেন।  পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে পুলিশ সদস্যদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। ড্রেসরোল অনুযায়ী পোশাক  ব্যবহা...

একটি মানবিক আবেদন!

Image
  একটি মানবিক আবেদন! --------------------------------------------------------------------- এই নবযাতক শিশুটি, মস্তিষ্কে রক্ত ক্ষরন নিয়েই জন্ম গ্রহন করে।বর্তমানে বরিশাল শের ঈ বাংলা মেডিকেল এ নবযাতক কেন্দ্রে ভর্তি আছে, ২/১দিনের মধ্যে উন্নত চিকিৎসা র জন্য সেখান কার চিকিৎসক গন ঢাকায় রেফার করেছে। কিন্তু চিকিৎসা চালানো র মত,কিংবা  খাবার মত টাকাও দরিদ্র পিতার সামর্থ্যে নেই, ঢাকায় নেয়ার মত এম্বুলেন্স ভাড়াও নেই হতভাগ্য পিতার। আমরা কি এগিয়ে আসতে পারি যে যার সামর্থ্য অনুযায়ী,  একটি নিঃষ্পাপ শিশুর জীবন বাচাতে এগিয়ে আসুন। সাহায্যের জন্য যোগাযোগ করুন নবজাতক এর স্বজনঃ জসিম শিকদার ০১৭৫১৪২০৫৪৪ প্লিজ এগিয়ে আসুন। মোঃ ইকবাল হাওলাদার  সাংগঠনিক সম্পাদক  নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন  ঝালকাঠি।  সহায়তা করতে প্রয়োজনেযোগাযোগ  করুন দৈনিক বঙ্গ দর্পন এর অফিসিয়াল নম্বরে।  +৮৮০১৭১৬৩৩৯৮২২

হয়তো আপনার এক শেয়ারে একজন মা পেতে পারে তার হারিয়ে যাওয়া সন্তান।

Image
  চাঁদপুরবাসীর কাছে অনুরোধ শেয়ার করে ছড়িয়ে দিন। হয়তো আপনার এক শেয়ারে একজন মা পেতে পারে তার হারিয়ে যাওয়া সন্তান। আমার কোলে শিশুটির নাম মাহাদি (৬) পিতা মাজেদ বা মজিদ  মাতা মিতু,, জেলা চাঁদপুর। এর বেশি বলতে পারে না অদ্য সন্ধ্যা ছয়টায় জয়দেবপুর রেলস্টেশন থেকে পাওয়া গেছে। মাহাদি বর্তমানে গাজীপুর মেট্রো সদর থানা হেফাজতে আছে। মাহাদির পরিচয় কেউ জানলে যোগাযোগ করুন ০১৩২০০৭০৫৩২ ডিউটি অফিসার গাজীপুর মেট্রো সদর থানা, গাজীপুর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম।

Image
  মোঃমোশারফ হোসেন রুবেল  ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের  উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। গত ১৬ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা। জনাব বিপ্লব কুমার সরকার ইতোপূর্বেও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে সাফল্যের সাথে দায়িত্বপালন করেছেন। তার নেতৃত্বে ২৪ বার তেজগাঁও বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরা বিভাগের মর্যাদা পেয়েছে। সর্বশেষ তিনি রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  বিদায়ী উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন।

মুন্সিগন্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃওসমান গনি।

Image
  দৈনিক বঙ্গ দর্পন পত্রিকার মুন্সিগন্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃওসমান গনি। দৈনিক বঙ্গ দর্পন পত্রিকার পরিবারের পক্ষ থেকে শুভকামনা।

পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়া‌র্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জনপ্রিয় মুখ মোঃশামীম আহমেদ।

Image
  ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধিঃ দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জর সদর  উপজেলার আসন্ন পঞ্চসার  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নংওয়া‌র্ডের  পদপ্রার্থী  মোঃ শামীম  আহম‌েদ প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গ্রাম হাট-বাজার, রাস্তা-ঘাটে, অলিগলি, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তার প্রচার প্রচারণা চলছে। পঞ্চসার ইউ‌নিয়নের ৩নংওয়া‌র্ডের বর্তমান মেম্বার  মোঃ শামীম  আহম‌েদ  এ ইউনিয়নে ৩ নং ওয়া‌র্ডের জনগন‌ের মা‌ঝে  ইতিমধ্যে  জনপ্রিয় হয়ে উঠেছে। তার মতো জণদরদী  মোঃ শামীম  আহম‌েদ কে  প্রার্থী হিসা‌বে পুনরায় বেছে নিতে চায় ৩ নংওয়া‌র্ডের  জনসাধারণ। সে লক্ষ্যে ভোটাররা বলেছেন, জরুরী প্রয়োজনেও দিনের পরদিন ইউনিয়ন পরিষদে ঘুরতে হয়। পড়তে হয় দুর্ভোগে। যে সাপ্তাহে একদিন না, সারা বছর গ্রামে ও ইউনিয়ন পরিষদে বসবে তাকেই চাই।  পঞ্চসার ইউনিয়নের ৩ নংওয়া‌র্ডের ভোটার মিজানুর রহমান( ৫৫)ব‌লেন , তাকে সব সময় আমরা পাশে পাই। সে যদি পুনরায় ৩নংওয়ার্ড থে‌কে  মেম্বার  হয় তাহলে আমাদের আর দূর্ভোগে পড়তে হবে না...