Posts

Showing posts from May 13, 2025

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃমমিনুল ইসলাম মিলন

Image
নিউজ ডেস্ক দৈনিক বঙ্গ দর্পন গতকাল ১৩ ই মে দিনাজপুর- পঞগড় মহাসড়কের খোচাবাড়ী নামক স্থানে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার: মোঃ মমিনুল ইসলাম মিলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ""দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে"" চিকিৎসাধীন অবস্থায় আছে।তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়ন এর ডাবরা জিনেশ্বরী গ্রামের মেধাবী ও কৃতি সন্তান। দৈনিক বঙ্গ দর্পন পরিবার এর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে তার আরোগ্য ও সুস্থতা কামনা করছি।প্রত্যাশা করছি তিনি অচিরেই সুস্থ ও স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন-🤲 জনাব মমিনুল ইসলাম মিলন এররোগ মুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা  করছি ।