নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশু উম্মে হাবিবার মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশু উম্মে হাবিবার মরদেহ উদ্ধার শরিফা বেগম শিউলী রংপুর জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন রংপুরের পীরগাছায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে উম্মে হাবিবা নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চালুনিয়া পানাতি পাড়া এলাকায় চালুনিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয়েছিল ঐ এলাকার আব্দুল হাকিম মিয়ার ৭ বছর বয়সি মেয়ে উম্মে হাবিবা। উম্মে হাবিবা পীরগাছার মিলেনিয়াম চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। তিনি আরও জানান, সোমবার বাড়ির পাশের চালুনিয়ার বিল নামে পরিচিত, জনৈক আমিনুল ইসলাম এর পুকুরে, জনৈক আব্দুল হান্নান পুকুরে হাবিবার লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা পীরগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরুতহাল রিপোর্ট তৈরি করে,ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ...