Posts

Showing posts from March 31, 2024

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক গুরুতর আহত

Image
  গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক গুরুতর আহত ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে পাকিস্তানি নাগরিক আসিফ খাঁন(৪৫) নামে এক প্রাইভেট কারের আরোহী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে আনন্দ মেলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির। তিনি জানান, বুধবার দুপুরে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪২-৫৩৬১) বাউশিয়া এলাকা অতিক্রম করার সময় ব্রেক ফেল করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একই মুখী একটি অজ্ঞাত গাড়ীর পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক অক্ষত থাকলেও গুরুতর আহত হন প্রাইভেটকারে আরোহী পাকিস্তানি নাগরিক। পুলিশ ঘটনার স্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাকিস্তানি নাগরিকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ...

মানবতার পাশে "দৈনিক বঙ্গ দর্পন"ব্লগ পরিবার।

Image
  মানবতার পাশে "দৈনিক বঙ্গ দর্পন"ব্লগ পরিবার। প্রধান কার্যালয় দৈনিক বঙ্গ দর্পন পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের তাৎপর্য ও গুরুত্বের দিক বিবেচনা করে ''দৈনিক বঙ্গ দর্পন''ব্লগ এর প্রধান কার্যালয়ে গত ৩০/০৩/২০২৪ খ্রীস্টাব্দে অনুষ্ঠিত ভার্চুয়াল মত বিনিময় সভায় এক'' মানুষ ও মানবতা '' নামক কর্মসূচীর এক সিদ্ধান্ত  গৃহীত হয়।সিদ্ধান্তে উল্লেখিত বিষয় এর মধ্যে দৈনিক বঙ্গ দর্পন ব্লগ এর পরিচালক মোঃমোশারফ হোসেন রুবেল বলেন,যেহেতু দৈনিক বঙ্গ দর্পন ব্লগটি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সকল প্রচলিত নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে সুনামের সঙ্গে ব্লগ পরিচালনা করে আসছে,তাই এই সুনাম এর কথা বিবেচনায় এনে সমগ্র বাংলাদেশ এবং প্রবাস থেকে যুক্ত দৈনিক বঙ্গ দর্পন এর সংবাদ কর্মীগন ও পাঠক/পাঠীকাদের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান এর লাইলাতুলকদর  এর রাতে এবং পবিত্র ঈদুল ফিতরে জন্য অসহায়,দুস্ত ও মানবেতর জীবনযাপন করা মানুষের জন্য খাদ্য ও বস্ত্র বিতরন কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হলো। সম্পাদকীয় কলামে তিনি সকল সংবাদ কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তাদের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ...