Posts

Showing posts from December 10, 2021

নাটোরের সিংড়ায় নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউপি নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ও নিরাপত্তা দাবি করেছেন আওয়ামী লীগেরে বিদ্রাহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন। আজ দুপুরে চৌগ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী জাহেদুল ইসলাম ভোলার সমর্থকদের বাধা,মারপিট ও হুমকির মুখে নির্বাচনী গণসংযোগ করতে পারছেননা তিনি। তাছাড়া ভোলার সমর্থকরা পরিবারের সবাইকে অবরুদ্ধ করে রেখেছে। কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা সহ সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন।

শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল, সম্পাদক রয়েল

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি দৈনিক বঙ্গ দর্পন শ্রীনগর প্রেসক্লাব নির্বাচনে মো. নজরুল ইসলাম সভাপতি ও রেজাউল করিম রয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে শ্রীনগর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন পূর্ব সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার আনোয়ার হাসান, সভাপতি প্রার্থী নজরুল ইসলাম, সভাপতি প্রার্থী আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ। উপস্থিত ভোটাররা শান্তিপুর্নভাবে ভোট প্রদান করেন। গনণা শেষে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও রেজাউল করিম রয়েলকে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।