নাটোরের সিংড়ায় নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউপি নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ও নিরাপত্তা দাবি করেছেন আওয়ামী লীগেরে বিদ্রাহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন। আজ দুপুরে চৌগ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী জাহেদুল ইসলাম ভোলার সমর্থকদের বাধা,মারপিট ও হুমকির মুখে নির্বাচনী গণসংযোগ করতে পারছেননা তিনি। তাছাড়া ভোলার সমর্থকরা পরিবারের সবাইকে অবরুদ্ধ করে রেখেছে। কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা সহ সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন।