Posts

Showing posts from December 5, 2021

স্ত্রীর মর্যাদা

Image
  স্ত্রীর মর্যাদা  ফাহিমা আক্তার রিমা সামাজিক বৈষম্য বিশ্লেষক  দৈনিক বঙ্গ দর্পন ১. আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে ?           .....আপনার স্ত্রী। ২. আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে ?           .....আপনার স্ত্রী  ৩. আপনাকে রান্না করে খাওয়ায় কে ?             ..... আপনার স্ত্রী। ৪.আপনার ঘর সাজিয়ে রাখে কে ?              ..... আপনার স্ত্রী। ৫. আপনার ঘর পরিষ্কার রাখে কে ?              ..... আপনার স্ত্রী। ৬. আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?              ..... আপনার স্ত্রী।  ৭.আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?              ..... আপনার স্ত্রী। ৮. আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?              ..... আপনার স্ত্রী। ৯. আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?             ...

কষ্ট

Image
  কষ্ট স্বপ্ন ছোয়া কাব্য লেখিকা  দৈনিক বঙ্গ দর্পন ভালোবেসে হৃদয়ে দিয়েছিলাম তোমাকে ঠাই খুব সহজেই হৃদয় ভাঙ্গতে পেরেছিলে তাই😢  এটা তোমার কোনো অপরাধ নয়,, এটা হয়তো ছিলো আমার অপারগতাই। ভালোবেসে নত হয়েছি তোমার কাছে যতবার, ভুল বুঝে তুমি আমায় আঘাত করেছো ততোবার,,,              কতো রকমের আঘাত!  কথার আঘাত, ব্যবহারের আঘাত,অবহেলার আঘাত,   ইগোর আঘাত,অহংকারের আঘাত, তবুও বারবার ফিরে গিয়েছি তোমার কাছে কখনো ভাবোনি কতোটা ভালোবাসি তোমায়।  একদিন তুমিই চেয়েছিলে আমার থেকে দূরে যেতে  সেদিন আমাকে বাধ্য করেছিলে দূরে সরে আসতে,, স্বার্থে টানে সব মিথ্যে করে দিয়েছিলে এক নিমিষেই,         সুখি হতে চেয়েছিলে অন্য ভুবনে,,  নতুন করে জীবন সাজিয়ে নিয়েছিলে তাই একপলকে। একবারও ভাবোনি সেদিন আমার কথা,  বাকিটা জীবন কি ভাবে কাটবে আমার তোমাকে ছাড়া। অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম  সেদিন তোমার চলে যাওয়া,, এক বুক কষ্ট নিয়ে সরে আসতে হয়েছিল  তোমার থেকে অনেক দূরে।  তবে আজ কেন ডাকছো আমায় হাত ছানি দিয়ে,  ...

জীবন নিয়ে যত অভিযোগ

Image
ইভা ইসলাম ইভু কাব্যলেখিকা  দৈনিক বঙ্গ দর্পন জীবন নিয়ে বেশি অভিযোগ তাই নাহ্? ভাল মানুষ সাজার প্রতিযোগিতায় যারা আজ আত্মহারা, তারা যেনো ভাল মানুষ সাজতে গিয়ে নিজের সামান্য  আত্মসম্মানবোধটুকুই হারিয়ে ফেলবেন না। লোক দরবারে, মুখোশ দিয়ে তো নিজের ভয়ংকর চেহারা ঢেকে ফেলছেন। কিন্তু আত্মসম্মানবোধটুকুও হারিয়ে ফেললে, নিজের কাছে নিজেকে কোন পরিচয়ে বাঁচিয়ে রাখবেন। মিথ্যে গল্পে হয়ত অন্যের মন ভুলানো যায়, নিজের বিবেক কে কোন গল্প শুনিয়ে শান্তনা দিবেন?🙁 মিথ্যে মিথ্যে ভাল মানুষের অভিনয়ে হয়ত আপনার দিন ভাল কাটছে, কিন্তু দিন শেষে রাতে ঘুম ভাল হচ্ছে তো?😟 মিথ্যে মিথ্যে ভাল মানুষের অভিনয়ে গল্প ভাল লিখছেন, কিন্তু জীবন উপভোগ করছেন তো?😑 মনে রাখবেন, প্রকৃত ভাল মানুষ যারা, তারা শতভাগ ভাল হয়না। তাদের রাগ থাকবে, অভিমান থাকবে। কিছু দোষত্রুটি থাকবে। তারা জীবনে ভুল করবে, আবার ভুল থেকেই শিখবে। তারা মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখবে না। তারা যেমন, তেমনই তাদের পরিচয়। তারা প্রতিনিয়ত চিৎকার করে, জনে জনে ঘুরে নিজেকে ভাল মানুষ হিসেবে প্রমানিত করতে নতুন নতুন গল্প লিখবে না। ছোট বেলা থেকে শুনেছি, মানুষের ভুল হয়। শয়তানের হ...

নাটোরে ট্রেনও মিনি ট্রাক সংঘর্ষ। ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় মিনি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ হলে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গত রাত ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে তেবাড়িয়া রেলক্রসিং এ লাইনের ওপর আটকে পড়া মিনি ট্রাকের সংঘর্ষ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।এসময় মিনি ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমরে মুচরে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নাটোরে রেডক্রিসেন্ট ইউনিটের ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার  দৈনিক বঙ্গ দর্পন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২১ উপলক্ষে নাটোর রেডক্রিসেন্ট ইউনিটে ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ রবিবার রেড ক্রিসেন্ট ইউনিট এ করোনাভাইরাস এর প্রথম ও দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তর ইউনিটের সোসাইটির ৬৮ ইউনিটে প্রতিটি ইউনিট থেকে ১০ জন করে মোট ৬৯০ জন সদস্যকে মানবতার সেবায় নিয়োজিত থেকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সক্রিয় যুব স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়। নাটোর ইউনিটে ১০ স্বেচ্ছাসেবকের হাতে হিসেবে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান নাটোরের রেড ক্রিসেন্ট ইউনিটের  চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান। ইউনিট কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য লালপুর উপজেলা পরিষদ চেয়াারম্যান ইসাহাক আলী, নাটোর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জালাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অ্যাড...

লালপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কোরমান আলী মৃধা (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ধুইপল-আব্দুলপুর সড়করে কলাবাড়ী নামকস্থানে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তি উপজেলার পোকন্দা গ্রামের মৃত রশিদ মৃধার ছেলে। আহত কোরমান আলী  লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । তাঁর অবস্থ আশংকাজনক বলে জানা গেছে ‌ এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নাটোরে জোড়া মাথার শিশুর মৃত্যু

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুর উপজেলার দূর্গাপুরে এক নারী জোড়া মাথার একটি শিশু প্রসব করেছেন বলে জানা গেছে।  শনিবার (৪ ডিসেম্বর ২০২১) রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আছিয়া বেগমের গর্ভে শিশুটি জন্মের ১০ মিনিটের মধ্যে মারা যায়। ওই নারীর স্বামী রবি হোসেন বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই ঈশ্বরদীর একটি ক্লিনিকে তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে তাঁদের তৃতীয় সন্তান জন্ম নিয়ে মারা গেছে। আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা বলেন, ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। শিশু মারা গেলেও রোগী সুস্থ্য রয়েছেন।