Posts

Showing posts from December 2, 2021

বরিশালে আলহাজ্ব আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষে তালা ভেঙে দূর্ধর্ষ চুরি।

Image
   হাসান আহমেদ বরিশাল জেলা চিফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন  বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনের টুমচর আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।  চুরির ঘটনায় খোয়া গেছে নগদ অর্থ ও মূল্যবান কাগজপত্র।  এ দূর্ধর্ষ চুরিটি মঙ্গলবার দিবাগত রাতে সংঘঠিত হয়েছে।  চোর স্কুলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অফিস কক্ষের ভেতরে ২টি আলমারী ভেঙে গুরুত্বপূর্ন কাগজপত্র ও ফাইলগুলো  এলোমেলো করে মেঝে ও টেবিলে ফেলে রাখে। প্রত্যেকটি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র বাহিরে বের করে রাখে।   অফিস কক্ষে শিক্ষকদের নির্ধারিত ফাইল কেবিনেটের ড্রয়ারে থাকা  নগদ ১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা টাকা, মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এছাড়াও চোর স্কুলের লাইব্রেরী কক্ষে ঢুকে আসবাবপত্র তছনছ করে রেখে যায়, এবং খন্ডকালিন অফিস সহকারী মোঃ জাকির হোসেনের ড্রয়ারের তালা ভেঙে তার ব্যক্তিগত আরও ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।   বিদ্যালয়ের পার্শ্বে মসজিদ সংলগ্ন উত্তর দিকের ভবনে দুই শিক্ষক অমল বিশ্বাস ও হাসান আহমেদ আবাসিকভাবে থাকে।  এ বিষয়ে অমল...