ইমু প্রতারণা চক্রের অন্যতম সক্রিয় নারী সদস্য অবন্তিকা অফিসিয়াল এসিস্ট্যান্ট ব্যাচ দেখিয়ে Svip দের সাথে প্রতারনার নতুন কৌশলে হাতিয়ে নিলো আরো লক্ষাধীক টাকা!ইমু অফিসিয়ালদের যোগসাজশে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু এপস এর প্রতারক চক্রের মুকুটহীন সম্রাট আকাশ হাওলাদার এবং অবন্তীকা নামধারী প্রতারক চক্রের এক নারী সদস্যের মুখোশ উন্মোচন।
প্রতারক অবন্তিকার নতুন আইডি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু এপস এর প্রতারক চক্রের মুকুটহীন সম্রাট আকাশ হাওলাদার এবং অবন্তীকা নামধারী প্রতারক চক্রের এক নারী সদস্যের মুখোশ উন্মোচন। নিউজ ডেস্ক দৈনিক বঙ্গ দর্পন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু এপস এর প্রতারক চক্রের মুকুটহীন সম্রাট আকাশ হাওলাদার এবং অবন্তীকা নামধারী প্রতারক চক্রের এক নারী সদস্যের মুখোশ উন্মোচন।পৃথিবীতে এখন পর্যন্ত যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে অন্যতম হলো ইমু(Imo apps).প্রবাসীদের অবাধ এবং ব্যপক ব্যবহারের জন্যই এর জনপ্রিয়তা তুঙ্গে।এই এপ একটা সময় অবাধ যৌনতার নির্ভরশীল প্রান্তর হয়ে দাড়ায়।অতীতের বিভিন্ন তথ্যের ভিত্তিতে ফোন সেক্স নামক শব্দের ব্যবহার এবং উৎপত্তি এই ইমু নামক যোগাযোগ মাধ্যম থেকেই।প্রবাসীদের স্ত্রীরা এবং আধুনিক যৌন কর্মী সহ বিভিন্ন অপরাধী চক্রের সক্রিয় পদচারনায় ইমু এক অনন্য নাম।এই যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্র দ্বারা প্রতারিত হওয়া মানুষের সংখ্যাও অনেক।এ অপরাধ চক্রের অনেকেই বিভিন্ন সাইবার ক্রাইমের মাধ্যমে কোটি টাকার পাহার গড়ে তৈরী করেছে অপরাধের নীল রাজত্ব আবার কেউ প্রতারিত হয়ে সব ...