বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২ প্রতারক
বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২ প্রতারক মনজুরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শোভ গ্রামের মো. হাসান আলীর ছেলে মো. আলতাব হোসেন (৩৭) ও কলাবাড়িয়া গ্রামের মো. এস্কেন্দার আলী প্রামাণিকের ছেলে মো. মুঞ্জু রহমান ওরফে মুঞ্জুরুল ইসলাম (৩৬)। ভুক্তভোগী গিয়াস উদ্দিন প্রামাণিকের অভিযোগে (৬০) জানা গেছে, তাঁর ছেলে মো. কিবরিয়া হোসেনকে (৩০) কম্বোডিয়ায় পাঠানোর কথা বলে দেড় লাখ টাকা হাতিয়ে নেন আসামিরা। পরে আসামিদের দেওয়া বিদেশগামী ও চাকরিসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে বুঝতে পারেন যে সেগুলো সঠিক নয়, ভুয়া। এমনকি গিয়াস উদ্দিন জানতে পারেন, আসামি ওই দুজন এলাকার অনেক লোকজনকে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তিনি নিজে...