Posts

Showing posts from April 6, 2022

চিরিরবন্দরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

Image
  মো. মিজানুর রহমান মিজান দিনাজপুর প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন (২০) এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর মোটর সাইকেলের দুইজন গুরুতর আহত হয়েছে।  এসড়ক দূর্ঘটনাটি ৪ এপ্রিল সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কের হাজির মোড়ের পশ্চিমপাশে পেট্রোল পাম্পের সন্নিকটে ঘটেছে। নিহত সানোয়ার হোসেন (২০) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পূর্ব ভিয়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং চিরিরবন্দর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে সানোয়ার হোসেন চিরিরবন্দর থেকে পাবর্তীপুরে যাওয়ার পথে ওইস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন নিহত হন এবং নান্দেড়াই গ্রামের একরামুল হকের ছেলে নায়েক রহমান (২৫) ও রাজাপুর গ্রামের সুব্রত কুমারের ছেলে খোকন রায় (১৬) গুরুতর আহত হয়।  খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আহ...

নাটোরে ১০৪ পিছ ইয়াবা সহ দুই নারী গ্রেফতার

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযানে ১০৪ পিছ ইয়াবা সহ দুই নারী কে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।  লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামানের নির্দেশনায় নারী পুলিশ সদস্য সহ পুলিশের একটি দল উপজেলার  পুরাতন ঈশ্বরদী ভাদুরবটতলা নামক স্থানে পুলিশ অভিযান চালায়। এসময় পলিথিনে মোড়ানো ১০৪ পিছ অবৈধ মাদকদ্রব্য  ইয়াবা ট্যাবলেট সহ দুই মহিলাকে আটক করা হয়।  আটককৃতরা হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সোনারুল ইসলাম এর স্ত্রী নাসরিন সুলতানা ওরফে জুলেখা (৩৭) ও পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী শাবনুর বেওয়া (৬৮)। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান  জানান,  এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ডে অর্ধশতাধিক শিক্ষার্থীদের ইফতার আয়োজন করলেন পাগলের বন্ধু খ্যাত আবু তাহের

Image
  মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি  দৈনিক বঙ্গদর্পন চট্টগ্রামের সীতাকুণ্ডে তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার এতিমখানার শিশুদের ইফতার করালেন সমাজ সেবক আবু তাহের।এসময় হেফজখানা ও এতিমখানার ৪০ জন শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।সিকিউর সিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন মামুন এর সহযোগিতায় রমযান মাসে এতিম শিশুদের পাশাপাশি স্থানীয়দের ইফতার করানো হয়। ৬ এপ্রিল বুধবার সীতাকুণ্ড উপজেলার সম্মুখে অবস্থিত তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার কক্ষে ইফতারের আয়োজন করা হয়েছে।এতে অর্ধশতাধিক শিক্ষার্থী সহ সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উক্ত ইফতার কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা যুব কর্মকর্তা মোঃ শাহ আলম,সহকারী কর্মকর্তা ছৈয়দুল হক,যুব কর্মকর্তা ইসমাইল,মোঃ হায়দার,সিকিউর সিটির ভাইস চেয়ারম্যান মোঃ আকতার,জিপিএস ইস্পাতের মার্কেটিং ম্যানেজার মোর্শেদ চৌধুরী, সাংবাদিক মেজবাহ উদ্দিন মিঠু,তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক,স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ সোহেল,জনসেবা যুব কল্যাণে আমরা এর সভাপতি আবু তা...

নাটোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

Image
  মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে গলায় ফাঁসদিয়ে খাদিজা খাতুন (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার দুড়দুড়িয়া গ্রামের  মাহবুল ইসলামের স্ত্রী ।   আজ বুধবার (০৬ এপ্রিল ) বিকেল দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।  স্থানীয় ও থানা সূত্রে জানাযায়, বুধবার বিকালে খাদিজা খাতুন তার পারিবারিক কলহের  জের ধরে তার  বাড়ীর সদস্যদের অঘোচরে ঘরের ফ্যানের  সাথে গলায় ওড়না পেচিয়ে  আত্মহত্যা করেছে। এতে সে ঘটনা স্থলে মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দিলে  লাশ উদ্ধার করে।  এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

"" নারী ছলনাময়ী,নারী বেইমান,নারী বহুরূপী ""

Image
"" নারী ছলনাময়ী,নারী বেইমান,নারী বহুরূপী "" রোজনেহা রোজী  কাব্য লেখিকা  দৈনিক বঙ্গ দর্পন --বাবা মায়ের পছন্দে বিয়ে করাটা খুব একটা সহজ কাজ নয়। --তবে যে মানুষটাকে নিয়ে সংসার শুরু করা হয় বেশিরভাগ সময় তাকে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। --কারণ পরিবার থেকে পছন্দ করা ছেলে অথবা মেয়েটা খুব সহজভাবে ভালোবাসা প্রকাশ করতে পারেনা নতুন ব্যক্তিটির কাছে।তবে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মানিয়ে নিতে চেষ্টা করে। অবশ্য একটা সময় মানিয়েও যায়। কারণ মা,বাবার মান, সম্মানের কাছে বেশিরভাগ সন্তান নিজেদের চাওয়া পাওয়াকে মাটি চাপা দিতে শিখে যায়। আর একটা সময় এই অপ্রাপ্তি গুলো মেয়েদের ভালো একজন অভিনেত্রী করে তোলে। --তাই যখন কোন মেয়েকে কেউ ছলনাময়ী বলে আমার শুনতে খারাপ লাগেনা। -- কারণ নিজের চাওয়া  পাওয়ার সাথে বেশিরভাগ মেয়েই ছলনা করে। --যখন মেয়েদের স্বার্থপর বলা হয় সত্যিই আমার শুনতে এতটুকুও খারাপ লাগেনা। কারণ স্বার্থপর না হলে বিশ, বাইশ বছরের আপন মানুষগুলোকে ছেড়ে সংসার নামক কারাগারে নিজেদের বন্দী করে কেমন করে মেয়েরা!!  --যখন মেয়েদের কেউ বহুরূপী বলে সত্যিই আমি অবাক হইনা। --কারণ একমাত্র মেয়েরাই তো কখনও মা,কখনও ...