চিরিরবন্দরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২
মো. মিজানুর রহমান মিজান দিনাজপুর প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন (২০) এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর মোটর সাইকেলের দুইজন গুরুতর আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ৪ এপ্রিল সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কের হাজির মোড়ের পশ্চিমপাশে পেট্রোল পাম্পের সন্নিকটে ঘটেছে। নিহত সানোয়ার হোসেন (২০) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পূর্ব ভিয়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং চিরিরবন্দর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে সানোয়ার হোসেন চিরিরবন্দর থেকে পাবর্তীপুরে যাওয়ার পথে ওইস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন নিহত হন এবং নান্দেড়াই গ্রামের একরামুল হকের ছেলে নায়েক রহমান (২৫) ও রাজাপুর গ্রামের সুব্রত কুমারের ছেলে খোকন রায় (১৬) গুরুতর আহত হয়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আহ...