লালপুরে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে একজন এসএসসি পরিক্ষার্থির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। জলি খাতুন(১৭) নামে ওই ছাত্রী উপজেলার গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে গেলে সেখানে অসুস্থ পড়ে। সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থানা ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল এসএসসি পরীক্ষা শেষে পরিক্ষার্থী জলি সঙ্গীদের নিয়ে পার্কে বেড়াতে যায় । এসময় বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়ার এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলি উপজেলার উত্তর বাঁশবেড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।