মুন্সিগঞ্জের ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ২ ডাকাত গ্রেফতার।
ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সিগঞ্জের ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ২ জন ডাকাত দলের সদস্য খেলনা পিস্তলও চাপাতি চাকু এবং একটি স্পীডবোট সহ গ্রেফতার করেছে মুন্সিগঞ্জের গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ। জানা গেছে ঘটনার স্থান: মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন চর কিশােরগঞ্জ (মােল্লারচর) সাকিনস্থ জনৈক জাফরের বন্ধ দোকানের পিছনে কালিদাস নদীর পাড়ে মোল্লার চর হইতে ধৃত আসামী ১। মােঃ মেহেদী হাসান(২৫), পিতা-মােঃ মােতালেব মাদবর, মাতা-হাসিনা বেগম, সাং-কান্দিপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ এর ডান হাত হইতে একটি রাম দা ও আসামী ২। মােঃ আঃমালেক(৪৫) পিতা-মােঃআঃ আজিজ, মাতা-জয়তুন নেছা, সাং-দক্ষিণ ক্রোকেরচর, থানা ও জেলা-নারায়ণগঞ্জ এর ডান হাত হইতে একটি লােহার চাপাতি এবং পলাতক আসামী ৩। বাবলা চৌধুরী উজ্জ্বল খালাসী (৪০), পিতা-বাচ্চু খালাসী, সাং-মহনপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাদপুর, এ/পি-কালিরচর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, ৪। আঃ খালেক(২৫), পিতা-হেলাল উদ্দিন সরকার, মাতা-নুরজাহান বেগম, সাং-চর আব্দুল্লাহ, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, এ/প...