Posts

Showing posts from November 30, 2021

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রসূলবাগ সামাজি কবরস্থান এর উন্নয়ন প্রকল্পের কাজ

Image
মোঃমোশারফ হোসেন রুবেল  ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন  নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রসূলবাগ সামাজি কবরস্থান এর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে,কবরস্থান সীমানার কচুরিপানা উত্তোলন এবং পরিস্কার এর কাজ শুরু। অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক সম্পাদক ,তরুন প্রজন্মের জনপ্রিয় মানবতাবাদী নেতা,রসূলবাগের সামাজিক উন্নয়ন এর অন্যতম ব্যক্তিত্ব্য জনাব মোঃসুমন বেপারী কাজের শুভ উদ্ভোদন করেন। এ বিষয়ে মোঃসুমন বেপারীর কাছে জানতে চাইলে তিনি জানান অতি দ্রুত গতিতে রসূলবাগ সামাজিক কবরস্থান এর সকল উন্নয়ন মূলক কাজ এর সুসম্পন্ন করবো ইনশাআল্লাহ।  এছাড়াও মোঃসুমন বেপারী অত্র প্রতিষ্ঠানের সাথে সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন সকলের নিরলস পরিশ্রম,প্রচেষ্টা ঠিক থাকলে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রতিষ্ঠানটি অনন্তকাল টিকিয়ে রাখবে পৃথিবীর বুকে(আমিন) অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে সেচ্ছায় সহায়তা করতে চাইলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।  মোঃসুমন বেপারী  উন্নয়ন বিষয়ক সম্পাদক  রসূলবাগ সামাজিক কবরস্থান  গোলাকান্দাইল,রূপগন্জ,নারায়...

মুন্সিগঞ্জের আ'লীগ প্রার্থীর বাড়িতে হামলা ও লুটপাট করলো সদ্য নির্বাচিত চেয়ারম্যান

Image
  ওসমান গনি মুন্সিগঞ্জর  জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  মুন্সিগঞ্জর সদর উপজেলার শিলই ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  সোমবার বিকালে ৫টার দিকে উপজেলার পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রবিবার তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়া চেয়ারম্যান পারভেজ মৃধার নেতৃত্বে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী ও সদ্য বিদায় নেওয়া চেয়ারম্যানে আবুল হাসেম লিটনের বাড়ি-ঘরে ও তার ছোট ভাই সাবেক ইউপি সদস্য ইসমাইল বেপারির বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়ে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করেন।  প্রত্যক্ষদর্শী কাউসার দেওয়ান বলেন, বিদায়ী চেয়ারম্যান আবুল হাসেম লিটনের ভাতিজিকে মারধর করলে আমি ছাড়িয়ে দেই। এরমধ্যে পারভেজ  মৃধার নেতৃত্বের তার চাচাতো ভাই সুমন মৃধা সহ ১০-১২ জনের ৩-৪টি গ্রুপ ককটেল বিস্ফোরণ ও বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট চালায়।  হামলার শিকার বৃষ্টি আক্তার বলেন, সোমবার বিকালে ত...

"আমি এই বাংলার সন্তান "

Image
  "আমি এই বাংলার সন্তান " মোঃমোশারফ হোসেন রুবেল কাব্য লেখক দৈনিক বঙ্গ দর্পন  আমি  অন্যায় আর অবিচারের পূজারী নই। আমি রাষ্ট্রদ্রোহীতায় বিশ্বাসী নই। আমি অপরাধের আধারে নিমজ্জিত নই। আমি বাংলার এ প্রজন্মের রাজাকার,আলবদর এর ভয়ে আতঙ্কিত নই। আমি এই বাংলার পবিত্র মাটির লালিত সন্তান। আমি এই বাংলার অর্জিত স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য প্রয়োজনে একবার নয় বার বার লড়াই করবো।। শুধু আপনারা স্বাধীন বাংলাদেশের প্রচলিত নিয়ম মেনে, দেশের সাংবিধানিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে,মুক্তি যুদ্ধের চেতনায় নিজেকে জড়িয়ে রাখতে পারেন তবেই রচিত হবে দেশ প্রেমের মহান দৃষ্টান্ত।  আপনারা প্রত্যেকে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের  সেই মহান ত্যাগকে মানুষিকতায় ফুটিয়ে তুলুন দেখবেন,, একবার নয়,সহস্র বার আপনি অন্যায় আর অবিচারে লিপ্ত এ যুগের স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদর এর বিরুদ্ধে মুজিব সেনা হয়েই প্রতিরোধ গড়ে তুলবেন। তবেই আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে পারবো সুন্দর ও সুগঠিত সভ্য সমাজ।। লেখক -----

মুন্সীগঞ্জ‌ের টঙ্গীবাড়ীতে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  মুন্সীগঞ্জর জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার যশলং ইউ‌নিয়নের নয়না গ্রা‌মে  গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে গরু চোর ‌সজিব (৩০)। সে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে,আজ ৩০ শে ন‌ভেন্বর  মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে সজিব টঙ্গীবাড়ী  উপজেলার নয়না গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ঢুকে তার গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরির চেষ্টা করে। এ সময় গরু তার গলায় পরিহিত ঝিনুকের মালাসহ মাথা নাড়াচাড়া করলে শহিদুল এর ছেলে হৃদয় শব্দ পেয়ে ঘরের বাহির হয়ে সজীবকে ধাওয়া করলে সচিব দেয়াল টপকে যাওয়ার সময় পড়ে আহত হয়। এ সময় দেয়ালের বাইরে গিয়ে তাকে ধাওয়া করা হলে সে ঝাঁপ দিয়ে পাশের পুকুরে পড়লে এলাকাবাসী এসে তাকে ধরে ফেলে। পরে টঙ্গীবাড়ী থানা পুলিশকে অবহিত করলে টঙ্গীবাড়ী থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে আটক করে টঙ্গীবাড়ী থানায় নিয়ে আসে। আটককৃত চোর সজীব বলেন, নয়না এলাকার এক লোক তাকে গরু চুরি করে নিয়ে যেতে বলেছে। সে ওই লোকের কথায় রাতে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরেছে...