Posts

Showing posts from August 20, 2022

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

Image
 *র‌্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর জেলার সখিপুর হতে বিপুল পরিমান(২৬কেজি) গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।*     রাফসান আহম্মেদ  শরীয়তপুর জেলা প্রতিনিধি(ক্রাইম) দৈনিক বঙ্গ দর্পন অদ্য ২০ আগস্ট ২০২২ইং তারিখ  রাত ০৩.৩০  ঘটিকার সময় শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন বালার বাজার সাকিনস্থ বালার বাজার বেইলী ব্রীজের পশ্চিম পাশে বালার বাজার হইতে ডিএমখালী গামী পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী আসামী ১। মোঃ রাজু বেপারী(৩৪), পিতা-মোঃ ইনছান বেপারী, মাতাÑআয়েশা বেগম, সাং-দ্বিতীয়খন্ড কাজী কান্দি, ২। মোঃ মঞ্জু মাতবর(৩৫), পিতা-মৃত আজিজ মাতবর, মাতাঃ শাহেবজান বেগম, সাং-চর কামারকান্দি(ওয়ার্ড নং-০৬), ০৩।  মোঃ হাফিজুর মোল্লা(২২), পিতাঃ আলতাপ মোল্লা, মাতাঃ আছিয়া বেগম, সাং-দ্বিতীয় খন্ড নিয়ামত কান্দি(ওয়ার্ড নং-০১), সর্ব থানা-শিবচর, জেলা-মাদারীপুরগন‘কে বিপুল পরিমান গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।...

বীরগন্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে উৎসব মুখর পরিবেশে উৎযাপন হচ্ছে ঐতিহ্যবাহী "কাঁদা খেলা"

Image
 নিউজ ডেস্ক  দৈনিক বঙ্গ দর্পন বীরগন্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে উৎসব মুখর পরিবেশে উৎযাপন হচ্ছে ঐতিহ্যবাহী "কাঁদা খেলা" সনাতনধর্মাবলম্বী সম্প্রদায়ের পূরনো এক ঐতিহ্যের নাম কাঁদা খেলা।কালের পরিবর্তনের স্রোতধারায় বিলুপ্তির পথে এই খেলা। কিন্তু চাইলেইতো আর এত সহজে হারাতে দেয়া যাবেনা এই ঐতিহ্য ও সংস্কৃতিকে।তাই ডাবরা জীনেশ্বরী পূজা কমিটির কিছু উৎসাহী যুবকের  নীরলস প্রচেষ্টায় উৎসব ও উদ্দিপনায় পালিত হচ্ছে "কাঁদা খেলা"। উক্ত খেলার উদ্ভোদন করেন পূজা উৎযাপন কমিটির সম্মানিত সভাপতি শ্রী দধি নাথ রায়। এ সময় উপস্থিত ছিলেন ১১ নং মরিচা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব,শ্রী দেবেশ চন্দ্র রায়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ এর দিনাজপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃমোশারফ হোসেন রুবেল সহ হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের অসংখ্য ব্যক্তিবর্গ। অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার বক্তব্যে জানান,আমি যতদিন এই পৃথিবীতে অত্র ওয়ার্ডএর সকল মানুষের ভালবাসায় বেঁচে থাকবো ততদিন পুরনো কোন ঐতিহ্যকে এত সহজে সমাজ থেকে হারীয়ে যেতে দিবোন...