র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
*র্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর জেলার সখিপুর হতে বিপুল পরিমান(২৬কেজি) গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* রাফসান আহম্মেদ শরীয়তপুর জেলা প্রতিনিধি(ক্রাইম) দৈনিক বঙ্গ দর্পন অদ্য ২০ আগস্ট ২০২২ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন বালার বাজার সাকিনস্থ বালার বাজার বেইলী ব্রীজের পশ্চিম পাশে বালার বাজার হইতে ডিএমখালী গামী পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী আসামী ১। মোঃ রাজু বেপারী(৩৪), পিতা-মোঃ ইনছান বেপারী, মাতাÑআয়েশা বেগম, সাং-দ্বিতীয়খন্ড কাজী কান্দি, ২। মোঃ মঞ্জু মাতবর(৩৫), পিতা-মৃত আজিজ মাতবর, মাতাঃ শাহেবজান বেগম, সাং-চর কামারকান্দি(ওয়ার্ড নং-০৬), ০৩। মোঃ হাফিজুর মোল্লা(২২), পিতাঃ আলতাপ মোল্লা, মাতাঃ আছিয়া বেগম, সাং-দ্বিতীয় খন্ড নিয়ামত কান্দি(ওয়ার্ড নং-০১), সর্ব থানা-শিবচর, জেলা-মাদারীপুরগন‘কে বিপুল পরিমান গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।...