Posts

Showing posts from September 23, 2022

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী‌তে ধরা পরল ১২ ফিট লম্বা অজগর সাপ

Image
  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী‌তে  ধরা পরল ১২ ফিট লম্বা অজগর সাপ  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাও ইউ‌নিয়‌রের গনাইসার গ্রামে স্থানীয়দের মাছ ধরার জালে (চাইয়ে) ১২ ফুট লম্বা অজগর সাপ ধরা পড়েছে।  সাপটির ওজন প্রায় ১০ কেজি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাপটিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  জানা গেছে আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বিলের মাঝে মাছ ধরার চাই ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় স্থানীয়  বাবু খান। পরে বাবু খান ও তার বড় ভাই উসমান খান সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে।  স্থানীয়  বাবু খান বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরার চাই ওঠাতে যাই। চাই টান দেওয়ার সাথে সাথে সাপটি নড়াচড়া করতে শুরু করে। প্রথমে বড় মাছ ভেবে আমার বড় ভাই ওসমানকে ডাক দেই। পরে চাইটি একটু উপরে ওঠালেই বিশাল অজগর সাপটি দেখতে পাই। পরে সেখান থেকে সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তারপর তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি।  স্থানীয় পাবেল চ...