নাটোরে পৌর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী ময়মুর সুলতানের উঠান বৈঠক অনুষ্ঠিত
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় সতন্ত্র মেয়র প্রার্থী ময়মুর সুলতানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় পৌরসভার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩নং দক্ষিন মুরাদপুর মহল্লাবাসী এ বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে জয়নাল সরকার এর সভাপতিত্বে ও সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ময়মুর সুলতান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় মহল্লার মাজদার হোসেন, সাদ্দাদ সরদার,সাজদার রহমান,রহীম সরকার,মাইনুল ইসলাম হিরো, তোফাজ্জল হোসোন প্রমুখ। উল্লেখ্য, তফসিল অনুযায়ী পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহন। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৮ হাজার ৪০১ জন।