Posts

Showing posts from May 9, 2025

সমাজের পরিবর্তন আমাদের হাতেই

Image
সমাজের পরিবর্তন আমাদের হাতেই রিফাত আহমেদ রাজনৈতিক বিশ্লেষক দৈনিক বঙ্গ দর্পন  যতদিন  আমরা বদলাবো না, ততদিন কিছুই বদলাবে না।" আমরা অভিযোগ করি—সমাজটা খারাপ, মানুষ স্বার্থপর, অন্যায় বাড়ছে, কেউ কারও পাশে দাঁড়ায় না। কিন্তু একবারও কি ভাবি, আমরা নিজে কী করছি? রাস্তায় একজন বৃদ্ধ সাহায্য চাইলে মুখ ফিরিয়ে নিই, অন্যায় দেখে চুপ থাকি, আর নিজের স্বার্থে অন্যকে টপকে যাওয়া এখন বুদ্ধিমত্তা মনে করি। তারপর আবার প্রশ্ন করি—এই সমাজ এত অমানবিক কেন? সমাজ মানে কেবল নেতা, সরকার বা আইন নয়। সমাজ মানে আমি, আপনি, আমরা সবাই। আমাদের আচরণ, আমাদের নীতি, আমাদের নীরবতা—সবকিছু মিলে গড়ে তোলে এই সমাজ। একটা মানুষ যদি প্রতিদিন নিজের জায়গা থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করে, তাহলে একদিন এই সমাজটাই বদলে যাবে। আমরা সবাই যদি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, একটা অসহায়ের পাশে দাঁড়াই, একটা সততার গল্প গড়ি—তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর সমাজ পাবে। চলো, বদলটা নিজের থেকেই শুরু করি। কারণ সমাজ শুধু দেখার নয়—তাকে গড়ার দায়িত্বও আমাদের।

বেনাপোলে ৫ মালার আসামি আটক

Image
 বেনাপোলে ৫ মালার আসামি গ্রেফতার বেনাপোল  প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন যশোরের বেনাপোলে  অভিযান চালিয়ে নাইমুজ্জামান (২৫) নামে ৫ মালার আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার (৯ মে) বিকালে যশোর কোতয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাইমুজ্জামান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। পুলিশ জানায়,পলাতক আসামি বেনাপোল থেকে যশোর কোতয়ালী এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে বেনাপোল পোর্ট থানা  ও যশোর কোতয়ালী থানার যৌথ অভিযান চালিয়ে  নাইমুজ্জামানকে আটক করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শোক সংবাদ

Image
  হাফিজুর রহমান চৌধুরী(বাদশা) আর নেই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার,মরিচা গ্রামের কৃতি সন্তান,১১ নং মরিচা ইউনিয়ন এর সাবেক সফল চেয়ারম্যান,বীরগঞ্জ উপজেলা বি এন পি-র প্রবীণ  রাজনৈতিক ব্যক্তিত্ব,জননেতা হাফিজুর রহমান চৌধুরী বাদশা ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯-ই মে সকাল আনুমানিক ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। 😭ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭 ""মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১০ -মে রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় "মরিচা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।"" তার মৃত্যুতে.. দৈনিক বঙ্গ দর্পন- পরিবারের পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি।

“বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী

Image
 “বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান” ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী নিউজ ডেস্ক দৈনিক বঙ্গ দর্পন ৮ মে ২০২৫, বৃহষ্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান থেকে এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তিনি তার পিতাকে খুন করেছেন।তিনি আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর জন্য বলেন। খুনের কারণ হিসেবে তিনি বলেন, তার পিতা তাকে চার বছর ধরে ধর্ষন করে আসছিলেন, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন তার পিতা, কিন্তু তারপরও ভালো হন নাই। গতরাতে আবার ধর্ষন চেষ্টা করার কারণে তিনি পিতাকে খুন করেছেন।  ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং খুনের অভিযোগে কলার জান্নাতুল জাহান শিফা (২৩) কে গ্রেফতার করে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় একটি বাড়ির ৫ম তলার বাসায় ভাড়া থাকত...