Posts

Showing posts from December 15, 2021

মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও সম্ভ্রম হারা নারীদের প্রতি নিমম্র শ্রদ্ধা।

Image
মোঃমোশারফ হোসেন রুবেল ক্রাইম রিপোর্টার(টাইমস-বাংলাদেশ) ক্রাইম রিপোর্টার(দৈনিক আলোর বাংলাদেশ)  প্রকাশক ও সম্পাদক(দৈনিক বঙ্গ দর্পন) যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ দিনাজপুর জেলা কমিটি।  আহবায়ক  দুর্নীতি দমন নাগরিক আন্দোলন  দিনাজপুর জেলা কমিটি।  মহান বিজয় দিবসের শুভেচ্ছা...  আসুন প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল প্রকার অন্যায়,অবিচার,অসভ্যতা,অশ্লিলতা এবং দুর্নিতি নির্মুলে কাজ করি।। কারন কারো একক প্রচেষ্ঠায় তিলে তিলে গড়ে ওঠা এই অপরাধের শক্ত দেয়াল ভেঙ্গে ফেলা সহজ নয়।। এই দেশ আপনার , আমার সকলের,এই দেশ এর অর্জিত স্বাধিনতা আপনার , আমার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকলের অহংকার।। তাই এদেশের সার্বভৌমত্ত রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব্য ও কর্তব্য।। যদি আমরা ধীরে ধীরে আমাদের সচেতনতাবোধ হারিয়ে ফেলি,অচিরেই ধ্বংস হবে আমাদের মানুষত্ব্য আর মানবতাহীন জাতি হিসেবে আমাদেরকে ধিক্কার দেবে সমগ্র বিশ্ব।। তাই আসুন দেশের প্রচলিত আইন এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে উপরে ফেলি দুর্নিতির সকল আগাছাকে আর রোপন করি সভ্যতার নতুন বৃক্ষ।।তাহলেই মিলবে মানবতার মুক্তি।।।

নাটোরে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিখন কেন্দ্রের উদ্বোধন

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরে ঝড়ে পড়া শিশুদের জন্য শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার জেলার বাগাতিপাড়া উপজেলার বাটিকামারি গ্রামের এই শিখন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, নাটোর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈত, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখি করতে এই শিখন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আশাশুনিতে আটদলীয় ফুটবল টুর্ণামেন্টে ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Image
  আহসান উল্লাহ  বাবলু  সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটিতে আটদলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বৈকরঝুটি সিংহের মাঠে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মালীর মোড় তরুন সংঘ ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার বাকড়া ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। আকর্ষণীয় এই খেলায় প্রথমার্ধে উভয় দল ১টি করে গোল করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল কোন গোল করতে সক্ষম না হওয়ায় নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ভালুকা চাঁদপুর মালীর মোড় তরুন সংঘ ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে বাকড়া ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মনোমুগ্ধকর এই খেলাটি পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু, আনিছুর রহমান, ইমরান হোসেন ও আরাফাত হোসেন। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও শুভ্র রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ও  খেলা শেষে পুরষ্কার বিতরন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন শোভনালী ইউপি নির্বা...

সাতক্ষীরায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে সাদা দুধের কালো ব্যবসা

Image
  আহসান উল্লাহ  বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পাঠানো হচ্ছে এসব মিস্টি। শহরতলীর তালতলা স্কুলের সামনে এরতাজুলের বাড়ির আঙ্গিনা ভাড়া নিয়ে সেখানে চটার বেড়া দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি এবং নষ্ট মিষ্টান্ন ফ্রিজে সংরক্ষণ করে বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা যাচ্ছে মো. ফারুক হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে আজহারুল ইসলাম দুধ সংগ্রহ করে আনে এবং দুপুরের পর থেকে প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ফারুক হোসেন ও তার সহযোগি আজহারুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে ক্রিম উঠানো মেশিনের সাহায্যে ক্রিম আলাদা করে। এরপর ঐ ক্রিম দিয়ে মাখম তৈরি করে প্রতিকেজি ৭০০ টাকা দরে বিক্রি করে এবং ক্রিম তোলা দুধগুলো এলাকায় মানুষের বাড়ি বাড়ি যোগান হিসেবে বিক্রি করে থাকে। স্থানীয়রা আরো জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরির বিষয়ে প্র্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দীর্ঘদিন ধরে সাদা দুধের কালো...