দাউদকান্দিতে মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
দৈনিক বঙ্গ দর্পন নিউজ ডেস্ক দাউদকান্দিতে মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামী গ্রেফতার শুক্রবার(২২ আগস্ট)দিবাগত ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে মোঃ নাঈম হোসেন (২৬) ও মোঃ রমজান (২৬)কে গ্রেপ্তার করে পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা হলেন,খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ী) গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে মোঃ নাঈম হোসেন ও দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি(প্রধান বাড়ী)গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান৷এদিকে মোঃ নাঈম হোসেন বর্তমানে পৌর এলাকার পশ্চিত মাইজপাড়া এলাকায় বসবাস করতেন৷ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম। পুলিশ জানায়, নিহত মামুন সম্রাটকে উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে(মোড়ে) পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে৷ দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ না...