ঈশ্বরদীতে ইরি-এগ্রি প্রকল্পের আমন ধান কর্তন
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ই.রি) এর তত্বাবধানে নাটোরের লালপুর উপজেলার পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মোকরামপুর গ্রামে আমন ধানের নমুনা শস্য কর্তন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে আভা ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় উপজেলার মোকারামপুর গ্রামের আজিজ আলী ছেলে কৃষক মিলন এর জমিতে শস্য কর্তন করা হয়। এই প্রদর্শনী প্লটে ৬ প্রকার (ব্রি ধান ৮০, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৩, ব্রি ধান ৯৪, ব্রি ধান ৯৫ ও স্বর্ণা) চাষ করা হয়। কৃষক মিলন জানান ব্রি ধান ৮০, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৩, ব্রি ধান ৯৪, ব্রি ধান ৯৫ এই পাঁচ জাতের ধানের ফলন ভালো হওয়ায় গ্রামের অন্যান্য কৃষকরা আগামী বছর এই উচ্চ ফলনশীল জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেছে। তবে ব্রি ধান ৯৩, ব্রি ধান ৯৪, ব্রি ধান ৯৫ ফলন তুলনা মূলক বেশি হয়েছে। ধানের রং দেখতে সুন্দর। ২টি জাতের জমির ধান ৫০ বর্গ মিটার করে উপস্থিত সকল কৃষক ও অতিথিদের সামনে কেটে মাড়াই করে ব্রি ধান ৯৫ হেক্টর প্রতি ফলন পাওয়া যায় ৫.২৯ টন এবং ব্রি ধান ৮৭ ফলন পাওয়া যায় ৪.৪৯ টন। এ...