Posts

Showing posts from September 4, 2022

"স্মৃতিতে এক মায়াবী শাড়ী"

Image
"স্মৃতিতে এক মায়াবী শাড়ী" রাখি নাহিদ  লেখিকা দৈনিক বঙ্গ দর্পন এটা আমার জীবনের প্রথম শাড়ি। ক্লাস নাইনে পড়ার সময় কেনা। মানে এই শাড়ির বয়স মাত্র সাতাশ বছর।  একবার ঈদে আম্মাকে বললাম- আম্মা, এইবার ঈদে আমি জামা কিনবো না, শাড়ি কিনবো।  আমার আম্মার স্বভাব অনুযায়ী এই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ হয়ে যাবার সম্ভাবনা থাকলেও অদ্ভুত ভাবে আম্মা রাজী হয়ে গেলো।  এবং, আমি একটি ব্যক্তিগত শাড়ির গর্বিত মালিক হলাম।তারপর জীবনে অনেক কিছু বদলেছে। ছোটবেলার শহর, ঠিকানা, বাড়ি সব ছেড়ে এসেছি কিন্তু এই শাড়িটাকে আগলে রেখেছি।  আমি আমার জীবনের সব সম্পর্ক, সব মানুষকে এই শাড়ির মতই আগলে রাখি, যত্ন করি, ভালোবাসি।  তারপরেও যদি কেউ জীবন থেকে বাদ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে সে আমার জীবন যথেষ্ট ত্যানা ত্যানা করেছে বলেই বাদ হয়ে গেছে.......🙂 ব্যাগ- Tan - ট্যান ছবি - Tania Wahab