Posts

Showing posts from May 2, 2025

মায়ের বিয়ের বেনারসি

Image
  ""মায়ের বিয়ের বেনারসি"" এডভোকেট তাসলিমা খান সাহিত্য লেখিকা দৈনিক বঙ্গ দর্পন প্রায় অর্ধশতক আগে আমার মায়ের বিয়ের বেনারসি  কাতান শাড়ীটি ছিলো সুরমা কালারের, যেখানে আজ আধুনিক যুগে এসেও আমরা বিয়ের লাল শাড়ীর বিকল্প খুঁজে পাইনা...!  শৈশবেই আমার প্রশ্নপিপাসু মনের উত্তর টা জেনেছিলাম মায়ের বাড়ির  আত্মীয় স্বজনের কাছ থেকেই. গৌড় বর্ণের মায়ের যেনো নজর না লাগে তাই এই কালার নির্ধারণ,, অথচ আমার মায়ের প্রিয় রং ছিলো লাল...  নানাজানের অনেক তপস্যার অনেক আদরের একমাত্র মেয়ে ছিলেন মা, বিয়ের আগে বা পরে মা যেনো কোন রকমের অসুবিধা বা অনাদরের মুখোমুখি হতে না হয় সে জন্য নানাজান মৃত্যুর আগে মাকে তাঁর প্রাপ্য সম্পদের হিস্যা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন,,এমন নয় যে আমার বাবার ধন সম্পদের কমতি ছিলো, কিংবা শ্বশুর বাড়ি থেকে সম্পদ প্রাপ্তির চাহিদা ছিলো,, আর নানাজানের আরও তিনটি ছেলে সন্তান থাকা সত্বেও নানাজান তাঁর মেয়েকে এতটুকু অবহেলা করেননি এবং কাউকে করার সুযোগ সৃষ্টি করে যাননি,, অবকাশও দেননি...!  আমার মা তার প্রাপ্ত সম্পদ নিয়ে আত্মসম্মানের মধ্যে দিয়ে জীবন যাপন করতেন।আমাদের বাসায় কাজ করার লোকগুলো অধিক...