Posts

Showing posts from May 19, 2024

স্বামী স্ত্রীর ভালোবাসার মাধুর্যতা অতঃপর

Image
স্বামী স্ত্রীর ভালোবাসার মাধুর্যতা অতঃপর আফরিন মৌ সাহিত্য লেখিকা দৈনিক বঙ্গ দর্পন  একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?  এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।  একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন। . কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন। . কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। . সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার ...

নলছিটি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিমের উঠান বৈঠকে ব্যাপক সাড়া

Image
  নলছিটি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিমের উঠান বৈঠকে ব্যাপক সাড়া মোঃ রায়হান জোমাদ্দার  নলছিটি উপজেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  নলছিটি উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম এর পক্ষে থেকে উঠান বৈঠকে করেন  এইচ এম হেলাল। নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে, নলছিটি জেলার ঘিওরে ততই উৎসবের আমেজ বাড়ছে।   এরই ধারাবাহিকতায় বিভিন্ন উঠান বৈঠকে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন  মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম। শনিবার বার (১৮ মে) বিকালে দিকে উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহারি এলাকায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিয়ে উঠান বৈঠক করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম পক্ষে থেকে এইচ এম হেলাল। প্রথমে শতাধিক মানুষ নিয়ে উঠান বৈঠক শুরু হলেও পরে এ প্রার্থীর প্রতি ভালোবাসা ও আস্থার টানে কয়েকশ ভোটার এতে অংশ নেন।   চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহ্ উদ্দিন খান সেলিম পক্ষ থেকে এইচ এম হেলাল ভোটারদের কাছে দোয়া চান এবং ভোটাররা একযোগে তাকে ভোট দি...