পুলিশের গুলিতে নিহত সুমনের পরিবার শোকে স্তব্ধ
পুলিশের গুলিতে নিহত সুমনের পরিবার শোকে স্তব্ধ মো. মিজানুর রহমান (মিজান) চিরিরবন্দর থানা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ও স্বচ্ছলতার জন্য আশুলিয়ায় কাজের সন্ধ্যানে গিয়ে বৈষম্যবিরোধী আন্দালনকারীদের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত সুমন পাটয়ারীর (২০) বাড়িতে চলছে চলছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পিতামাতাসহ স্বজনেরা। নিহত সুমনের গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ২নং ওর্য়াড়ের দক্ষিণপাড়ায় এবং মো. ওমর ফারুকের ছেলে। জানা গেছে, পারিবারিক অভাব ও দারিদ্রতার কারণে সুমন চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর স্থানীয় মাদরাসায় পড়াশুনা করে কোরআনের হাফেজ হন। করতেন স্থানীয় মসজিদে ইমামতি। এতে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ নির্বাহ করা দুষ্কর হয়ে পাড়ে। তাই সংসারের স্বচ্ছলতা এবং পিতামাতার মুখে হাসি ফোটাতে বাধ্য হয়ে ছুটে যান ঢাকার আশুলিয়ায়। সেখানে সুমন একটি গার্মেন্টসে কাজ করতেন। থাকতো ভাড়া বাড়িতে। গত ৫ আগস্ট বিকাল ৩টায় সুমন কয়েকজন বন্ধু মিলে বাইরে বের হন। ওইদিনই বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী আন্দালনকারীদের কর্মসূচিতে পুল...