গজারিয়ায় আলু চাষী কৃষকদের কান্না কে দেখে! কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা
ওসমান গনি মুন্সীগঞ্জের জেলা প্রতিনিধি গজারিয়া উপজেলা হাজার হাজার কৃষকরা যেন তাদের সব সম্বল হারিয়ে ফেলেছে পথে বসেছে। আলু চাষের জন্য জমিতে আলু রোপন থেকে চাষ শুরু করে দিয়েছিলো গত মাসেই। তাদের কারো কারো জমিতে আলু রোপণ করে ফেলেছে এবং কারো কারো জমিতে তারা হাল চাষ করে সার জমিতে ছিটিয়ে দিয়েছে হাজার বিঘা আলু চাষ যুক্ত জমিতে। এমত অবস্থায়,প্রাকৃতিক দুর্যোগ"জাওয়াদের" নিম্নচাপের কারণে বাংলাদেশর প্রায় প্রতিটি জেলার পানি স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।এমত অবস্থায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। বাংলাদেশের ভিতরে মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ।মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলাতে কম বেশি আলু চাষ হয়।বিগত এক মাস আগে থেকেই আলু রোপন শুরু হয়ে গেছে মুন্সিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায়।বর্তমানে আলুর চাষ শুরু আছে প্রতিটি উপজেলায়। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় এখন আরো এক মাস আগে থেকেই আলু রোপন শুরু হয়েছিলো। গজারিয়ার প্রতিটি ইউনিয়নেই এখন কৃষক আলু রোপনে ব্যস্ত সময় অতিবাহিত করিতেছে।তাদের কিছু কিছু জমিত...