বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।
বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ। নিউজ ডেস্ক দৈনিক বঙ্গ দর্পন বাংলাদেশের রাজনীতিতে "জাতীয় প্রগতিশীল পার্টি"(NPP) নামে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার,প্রচারণার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ এর বিভিন্ন জেলা,উপজেলা থেকে সদস্য সংগ্রহ পক্রিয়া চলমান রয়েছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এর বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন,"জাতীয় প্রগতিশীল পার্টি"র মুখপাত্র মোঃমোশারফ হোসেন রুবেল। দৈনিক বঙ্গ দর্পন এর সাথে বিশেষ আলাপচারিতায় তিনি জানান, দেবব্রত গোস্বামী অপূর্ব(ডি.জি অপূর্ব) কে কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক করে,আরো কয়েকজন মানবতাকামী দেশ প্রেমিকদের সার্বিক তত্বাবধানে সমগ্র বাংলাদেশ এর প্রতিটি বিভাগ,জেলা,উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে যোগ্যতা ও দেশ প্রেমের আদর্শের ভিত্তিতে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। দেশে এতোগুলো রাজনৈতিক দল এর অস্তিত্ব থাকা পরেও নতুন করে কেন রাজনৈতিক দল তৈরী করা হলো,এমন প্রশ্নের জবাবে,দলটির মুখপাত্র মোঃমোশারফ হোসেন রুবেল বলেন, ""দেখুন একেক রাজনৈতিক দল এর...