Posts

Showing posts from April 4, 2022

রংপুরে স্ত্রীর প্রেমিককে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে, চানাচুর বিক্রেতা গ্রেফতার

Image
  শরিফা বেগম শিউলী  রংপুর জেলা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন রংপুরের কাউনিয়া উপজেলার আজমখাঁ গ্রামে নিখোঁজের এক রাত পর প্রতিবেশির শোয়ার ঘরের মেঝে খুড়ে  সাইদুল ইসলাম নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলিকে আটক করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকান্ড বলে রফিকুল পুলিশের কাছে দাবি করলেও পুলিশ সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখছে। শুক্রবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অজিম উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম (২২) নামে যুবক সাইদুল ইসলাম। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ প্রতিবেশি চাচাতো ভাই রফিকুলের ঘরের মেঝে থেকে তোলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনেরা।  শনিবার সকালে রফিকুলের বাড়ির উঠানে ছোপ ছোপ রক্ত ও বিভিন্ন কারণে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। পরে জেলা পুলিশের ডিবি, সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌছান। সকলের উপস্থিতিতে রফিকুলের শোয়ার ঘরের মেঝে খুড়ে তুলে আনা হয় সাইদুলের ক্ষতবিক্ষত লাশ।একজন গ্রামবাসী জানান, প্রথমে গ্রামের একটি ধান খেতে রক্তাক্ত একটি ছুড়...

অফিসে থাকেন না স্টেশনমাস্টার, সহকারী স্টেশন মাষ্টার থাকলেও থাকেন ঘুমিয়ে!

Image
  তপন দাস নীলফামারী জেলা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে দিনের বেলায় নিজের চেম্বারের টেবিলের ওপর ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে থাকার অভিযোগ উঠেছে সহকারী স্টেশনমাস্টার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। গতকাল বেলা ৩টার দিকে তাঁকে টেবিলের ওপর ঘুমাতে দেখেছেন অনেকে। টিকিট নিতে আসা সফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি বলেন, ‘বিকেলে স্টেশনে এসে দেখি স্টেশনমাস্টারের চেম্বারের টেবিলে ওপর একজন ঘুমিয়ে আছেন। আর স্টেশনের কাউকে খুঁজে পাই নাই।’  স্থানীয় সংবাদকর্মী রতন রায় বলেন, ‘একজন কর্মকর্তা কীভাবে দিনের বেলায় নিজের চেম্বারের টেবিলের ওপর ঘুমাতে পারে, তা আমার বুঝে আসে না।’ সহকারী স্টেশনমাস্টার মোসাদ্দেক আলী বলেন, ‘দুপুরে খাবার পর বিশ্রাম নিয়েছিলাম।’ টেবিলের ওপর ঘুমানো ঠিক করেছেন কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  এ বিষয়ে স্টেশনমাস্টার মাসুদ রানাকে স্টেশনে পাওয়া না যাওয়ায়, তাঁর মোবাইল ফোনে বারবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।  প্রসঙ্গগত, গত কয়েক দিন থেকে এ স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্নভাবে প্রতিবাদ ক...

মুন্সীগঞ্জ সদর থানায় সাংবাদিকদের সাথে পুলিশের এ কেমন আচরণ?

Image
  ওসমান গনি  মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জর সদর থানায় পৌনে আটটার সময় এস.আই সজিবের একটি মামলার বাদী ও সাক্ষীদের আসতে বলে। সেই মামলার বাদী ও স্বাক্ষীদের নিয়ে থানায় যান সাংবাদিক মুন্সীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি সদস্য আব্দুস সালাম। সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক হুমায়ুন কবির ও ফটোসাংবাদিক শাহরিয়ার মুন্সীর রুমের সামনে দাঁড়িয়ে এসআই সজিবের অপেক্ষায় ছিলেন। অপরদিকে কিশোর গ্যাং লিডার আটক করেছে পুলিশ সেখানে অনেক কিশোর গ্যাং এসে জড়ো হচ্ছে দেখছে, গারোদে লোকজন যাচ্ছে দেখছে কোন সমস্যা হচ্ছে না। আমরা তিনজন সাংবাদিক মুন্সীর রুমের সামনে দাঁড়িয়ে আছি কেন এটা সমস্যা। সাংবাদিক বলার পরেও কনস্টোবল বললেন আপনারা এখান থেকে চলে যান, ওদিকে যান। এখানে দাঁড়ানো নিষেধ। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও ওখান থেকে বার বার খলিল সাহেব জানালেন ওখান থেকে সরে যাওয়ার জন্য। এমন সময় সাংবাদিক প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম খলিলকে বলেন, কিশোর গ্যাং দেখতে আরো অনেক কিশোর গ্যাং আসলো তাদের কিছু বললেন না সাংবাদিকদের সরে যেতে বলছেন বিষয়টা বুঝলাম না এমন প্রশ্ন করায় খলিল এসআই মহিউদ্দিনের কাছে গিয়...

মুন্সীগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অ‌ভিযান ।

Image
  ওসমান গনি  মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জর পৌরসভার শহর বাজার ও পৌরমার্কেট এলাকায়  অভিযান কার্যক্রম পরিচালিত হয়।  রডের দোকান নির্ণয় এন্টারপ্রাইজে অভিযান কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, একই দিনে একেকজন ভোক্তার নিকট বিভিন্ন দামে রড বিক্রি করা হচ্ছে যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দোকান টিকে ৫,০০০/- জরিমানা করা হয়।  নাসির গোস্ত ঘরে অভিযান কালে দেখা যায় যে, গোস্তের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।   দোকান টিকে ১০০০/- জরিমানা করা হয়। এছাড়া শহর বাজারে সব্জির দোকানসমূহে ও মুক্তারপুরে খেজুর ও তরমুজের পাইকারী আড়তগুলোতে মনিটরিং করা হয় এবং যৌক্তিক মুনাফা করার নির্দেশনা দেয়া হয়।   মোট ২টি দোকান কে ৬০০০/- জরিমানা করা হয়।   অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা  অভিযানে সহযোগিতা করেন।

সিরাজদিখানে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ করলেও বিচার পায়নি ভুক্তভোগী

Image
ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসলাম (২৩) নামের এক যুবক কে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করলেও বিচার পায়নি ভুক্তভোগী।গত  (১৭ মার্চ) বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার সিরাজদিখান, ইছাপুরা সড়ক থেকে উঠিয়ে নিয়ে যায় বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে আসলাম কে। এ বিষয়ে আসলাম বাদী হয়ে বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি গ্রামের সাবেক ইউপি সদস্য মোন্নাফের ছেলে ইসলাম (৪০) সহ ৪ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন এ অভিযোগে কোনো কাজে আসে নাই বলে জানিয়েছেন ভুক্তভোগী আসলাম। এ বিষয়ে ভুক্তভোগী আসলামের সাথে কথা বললে তিনি বলেন আমাকে ইসলাম ও তার তিন সহযোগীরা আমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ইছাপুরা বাজারের পাসে চাকের মধ্যে হাত, পা বেদে হত্যার উদ্দেশ্য মারধর করেছে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ইসলামের সাথে কথা সম্ভব হয় নাই। এ বিষয়ে বয়রাগাদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মোঃ আমজাদ বলে...

বড়াইগ্রামে বাল্য বিয়ের শিকার হলো ছেলেটি, অর্থ দন্ডাদেশ

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২৫ বছর বয়সী কনের সাথে বিয়ে হলো ১৯ বছর বয়সী বরের। তবে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন কনের বাড়িতে উপস্থিত হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়েতে সহযোগিতা করার দায়ে বরের চাচা মজিবর রহমান (৫৫)কে ৩০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে সুমী খাতুনের সাথে মোটা অংকের যৌতুকের বিনিময়ে বিয়েতে সম্মত হয় মানিকপুর গ্রামের শামসুল হকের অপ্রাপ্ত বয়স্ক ছেলে শাকিল আহমেদের পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে কনের বাড়িতে অপ্রাপ্ত বয়স্ক বর পৌঁছালে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়। পরে এ ঘটনা জানতে পেরে ইউএনও পৌঁছে যায় বিয়ে বাড়িতে। কিন্তু ততক্ষণে বিয়ের কার্য সম্পন্ন করে কনে পক্ষ। পরবর্তীতে ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরের চাচাকে অর্থ দন্ডাদেশ প্রদান করেন।   এর আগে দুপুর ২টার দিকে একই ইউনিয়নের মানিকপুর গ্রামের অপর একটি বাল্য বিয়ে বন্ধ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। জানা য...

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান ৭জন গ্রেফতার

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে  অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৭ জনকে গ্রেফতার ও জুয়ার বোর্ড থেকে ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করেছে লালপুর থানা পুলিশ।  লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ এপ্রিল ২০২২) রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে শ্রীরামগাড়ি গ্রামের একটি মাঠের কলা বাগানের একটি জুয়ার আসরে  ওসি মোহা. মোনোয়ারুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) হিমাদ্রি হালদার, আলী আকবর, শামসুজ্জোহা, হাসান তৌফিকুল ইসলাম, এএসআই রানা মিয়া ও আবদুর রাজ্জাক অভিযান চালায়। এ সময়  ৮৫ হাজার ৫০০ টাকা সহ ৭ জনকে পুলিশ আটক করেন।  আটককৃতরা  হলেন, লালপুরের শ্রীরামগাড়ি গ্রামের আলাল প্রামাণিকের ছেলে ফজলুর রহমান (৪০), আফাজ উদ্দিনের ছেলে আবের আলী (৩৫), সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাবলাপাড়া গ্রামের রওশন মোল্লার ছেলে লালন মিয়া (৪২), পাবনার ঈশ্বরদীর পূর্বটেংরি গ্রামের মোমিন খানের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৫০), উমরপুর গ্রামের মৃত হানিফ প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), নূরমহল (আকবরের মোড়) গ্রামের মৃত মান্নানের ছেলে হান্নান (৫২) ও  ...

লালপুরে চরাঞ্চলের যুবকদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত বেকার যুবকদের আইসিটি প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ এপ্রিল ) দুপুরে  কলোনী ঈদগাহ্ মাঠ চত্বরে লালপুর উপজেলা আইসিটি ক্লাবের সভাপতি ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, লালপুর  থানার অফিসার ইনচার্জ মোহা. মোনোয়ারুজ্জামান ।  এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের (মোবাইল এ্যাপস উন্নয়ন) সহকারী প্রোগ্রমার ও লালপুর উপজেলা আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন কর্মসূচীর ধারণাপত্র ও সারা দেশে আইসিটি খাতের সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার’ ও ‘সরকারের নির্বাচনী ইশতেহার গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন ধরণের আইসিটি বিষয়ক উন্নয়ন প্রকল্প ব...

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা

Image
  শরিফা বেগম শিউলী  রংপুর জেলা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সাংবাদিকদের একটি জাতীয় নেটওয়ার্কের সংগঠন 'বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম' (বিএমএসএফ) রংপুর জেলা কমিটি। সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যবৃন্দদেরকে পরিচিত করে দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন সরকার। সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বিএমএসএফ এর রংপুর কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক। বিএমএসএফের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের এ্যাড. আবু সাইয়েদ সুমন। অতিথিবৃন্দ রংপুরের উন্নয়ন ও সম্ভাবনার...

নাটোরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। শনিবার রাত ১১টা থেকে দুই ঘন্টাব্যাপী গুরুদাসপুর উপজেলার খুবজিপুর, বিয়াঘাট ও নাজিরপুর এলাকায় অভিযান চালায় তারা।  জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়াসহ বিভিন্ন উপজেলার রাতের আঁধারে অবৈধ ভাবে পুকুর খনন চলছে। মূলত প্রশাসনের চোখ ফাঁকি দিতেই গভীর রাতে মাটি কাটার মহোৎসব চলে। এই অবৈধ কর্মযজ্ঞ বন্ধ করতে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা সরে পড়ে। এসময় তিনটি খনন যন্ত্রের ব্যাটারী জব্দ করে আনা হয়। অবৈধ ভাবে তিন ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা ও ভুমি অফিসের যে সকল অসদ কর্মকর্তা এই মাটি ব্যবসায়ীদের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাদা না দেয়ায় আইনজীবিকে শ্লীলতাহানি ভাংচুর ল অফিস

Image
  তপন দাস নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া  মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল চেম্বার   ভাংচুরসহ  লাঞ্চিত  করার অভিযোগে বাদি হয়ে  আদালতে মামলা করেছেন  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  শুক্রবার  বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  কে নিজ ল চেম্বারের সামনে মটর সাইকেল  থামিয়ে লাঞ্চিত  করে,  টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে  ভাঙচুর চালায়।  বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন  মামলা নং - পি- ২৭/২২।  আইনজীবী  খাইরুল ইসলাম ( নাঈম)  জানান, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস,জামিনি চন্দ্র রায়, সহ আরো কয়েক জন  মিলে ল চেম্বার  ভাঙচুর করে।  এই ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।  বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামি গন...