Posts

Showing posts from January 23, 2024

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কালাপুকুর(পুকুর পার)এ পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় মারামারি।

Image
  নিউজ ডেস্ক দৈনিক বঙ্গ দর্পন  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কালাপুকুর(পুকুর পার)এ পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় মারামারি।  গত ২২ এ জানুয়ারী আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কালাপুকুর(পুকুর পার)এ পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় মারামারির ঘটনা সংঘটিত হয়। ঘটনার সূত্রে জানা যায়,মোঃফজলুর রহমান এর সাথে প্রতিবেশী ইয়াকুব আলী,আশরাফ আলী,চায়না মন্ডল(৪০),জমিরন বেগম(৪৭) এর সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির সামনের সরকারি রেকর্ডভুক্ত রাস্তায় যাতায়াত নিয়ে দন্দ চলছিলো।এর জের ধরেই ইয়াকুব আলীর পূত্র মিজানুর রহমান(২২),মিষ্টার আলী(২৬) এবং আশরাফ আলীর পূত্র অলিম(২৩) পর্যায়ক্রমে গত ২০ এবং ২১ শে জানুয়ারী ফজলুর রহমান এর পূত্র মোঃ হযরত আলী(১৭) এবং মোঃতছলিম উদ্দিন(৩৫) কে রাস্তা অবরুদ্ধ করে বাড়ির সামনের সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করে,অন্যথায় মেরে হাত,পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। পরদিন ২২ এ জানুয়ারী হযরত আলী এবং তছলিম উদ্দিন নীজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় গেলে মারামারির পূর্ব প্রস্তুতি অনুযায়ী ইয়াকুব আলীর পূত্র মিজানুর রহমান(২২)এর নেতৃত্বে আশরাফ আ...