Posts

Showing posts from April 28, 2025

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

Image
 "সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ" মো:রিফাত আহমেদ  রাজনৈতিক বিশ্লেষক দৈনিক বঙ্গ দর্পন  কখনো ভেবেছি— মানুষ আসলে কি সত্যি ভালো হতে চায়? নাকি সবাই শুধু নিজেদের স্বার্থের ফাঁদে পড়ে যায়? জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের পরীক্ষা নেয়। কিছু মানুষ হারিয়ে যায় লোভের ঘূর্ণিতে, আবার কিছু মানুষ অন্ধকারের মাঝেও আলো খোঁজে। পরিবর্তন চাইলে, নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে: আমি কি সেই মানুষ, যাকে আমি আয়নায় দেখতে চাই? সমাজের বদল শুরু হয়— একেকটি সৎ হৃদয় দিয়ে।🌿