নাটোরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
মনজুরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন সরকারী নিয়ম তোয়াক্কা না করে ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে প্রকাশে দিবালোকে এবং রাতের অন্ধকারে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন সহ ১০টি ইউনিয়নের ফসলি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।এতে শত শত বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে।একই সঙ্গে আবাদি জমির উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে।কমতে শুরু করেছে ফসলের উৎপাদন।এছাড়া মাটি ভর্তি ও খালি ট্রাক্টর ও ট্রাক যাওয়া আশার কারণে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।ইটভাটায় মালিকরা ও মাটি ব্যবসায়ীরা (ভূমিদস্যুরা)কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে ভেকু মেশিন দিয়ে এসব ফসলি জমির মাটি কেটে নিচ্ছে।এছাড়া স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে উৎকোচ মাধ্যমে তাদের ম্যানেজ করে ভূমিদস্যুরা পুকুর খনন করে মাটি বিক্রিয়ের হিড়িক লাগিয়েছে বলে গুঞ্জন উঠেছে।জানাগেছে,উপজেলার.লালপুরসদর,ঈশ্বরদী,এবি,আড়বাব,বিলমাড়ীয়া,দুড়দুড়িয়া,ওয়ালিয়া,দুয়ারিয়া,চংধুপইঁলসহ কদিমচিলান ইউনিয়নের বিভিন্ন জায়গায় চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব। কিছু এলাকায় প্রকাশে দিবালোকে সহ বিভিন্ন এলাকায় রাত ১০টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ...