কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান।
মোঃমোশারফ হোসেন রুবেল ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুমিল্লা এর উদ্দ্যোগে ১৬/১১/২১ ইং ভোর ৪ ঘটিকা হতে বি পাড়া থানায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৫ জন আসামি আটক করা হয়। বি পাড়া থানায় চান্দলা মিরপুর রোডের পশ্চিম পাশে চারিপাড়া আদর্শ ইসলামিয়া মাদ্রাসার সামনে হতে আসামি মো: হেলালুর রহমান (৫২) পিতা: মুত. ফজলুর রহমানকে ২ কেজি গাঁজা আটক করা হয়। অপর এক অভিযানে চান্দলা টু মিরপুর রোডস্থ ভাঙ্গা ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে ভাই ভাই স্টোরের সামনে হতে মো: বিল্লাল হোসেন (৩৫) পিতা মৃত: আব্দুল হক, সাং শসিদল উত্তরপাড়া কে ২ কেজা গাঁজাসহ আটক করা হয়, এবং ব্রহ্মণপাড়া মিরপুর সড়কে পশ্চিম পাশে চান্দলা নামক তানিশা ফার্নিচার সামনে হতে ৬ কেজি গাঁজা সহ আসামি ১) নূরজাহান (৩৫), স্বামী মো: মফিজুল ইসলাম ২) সেলিনা আক্তার (২৩), স্বামী মো: তাজুল ইসলাম, ৩) মোসা: নুসরাত, পিতা মো: ইসমাইল হোসেন, সর্বসাং উত্তর তেতাভূমি, ব্রহ্মণপাড়া দের ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো: আব...