বন্যার্তদের পাশে দৈনিক বঙ্গ দর্পন ব্লগ পরিবার
বন্যার্তদের পাশে দাঁড়ান * প্রধান কার্যালয় দৈনিক বঙ্গ দর্পন দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তাদের থাকার মতো জায়গা নেই, খাওর জন্য খাদ্য নেই। নেই ঔষধ, নেই চিকিৎসা। লক্ষ লক্ষ অসহায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ একটু সাহায্যের আশায় তাকিয়ে আছে। সেসকল বন্যার্তদের সহযোগিতায় সকলের নিকট মানবিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। দয়া করে বন্যার্তদের সাহায্যে আপনারা যে যার অবস্থান থেকে সামর্থ্যানুযায়ী এগিয়ে আসুন। আপনাদের একটু সাহায্যে বেঁচে থাকার আশা খুঁজে পাবে লক্ষ প্রাণ। * বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম * বর্তমানে দেশের অনেক স্থান বন্যাকবলিত এবং অনেক স্থানের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। সার্বিক বিবেচনায় আমরা শুরুতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করব। যদি আমরা সকলের নিকট থেকে সাড়া পাই তাহলে পরবর্তীতে অন্যান্য জেলা উপজেলাতেও আমরা এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। * আমাদের সম্পর্কে * আমরা দৈনিক বঙ্গ দর্পন ব্লগ পরিবার এই কার্যক্রমের সকল দায়-দায়িত্ব গ্রহণ করবো। দৈনিক বঙ্গ দর্পন...