Posts

Showing posts from November 18, 2021

**সতর্কতামূলক পোস্ট**

 **সতর্কতামূলক পোস্ট** **ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)** ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি। ঘটনা-১ রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত! ঘটনা-২ রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল!...

বগুড়ার গাবতলীতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু কন্যাকে হত্যা: আটক -২

Image
  বিকাশ চন্দ্র বতলী উপজেলা প্রতিনিধি, বগুড়া  দৈনিক বঙ্গ দর্পন। বগুড়া জেলার গাবতলীতে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ২ কিশোরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘোন গ্রামে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ওই গ্রামের সাহীন প্রামানিকের শিশু কন্যা সানজিদা (৪) খেলা অবস্থায় বাড়ীর উঠান থেকে নিখোঁজ হয়। তারপর থেকে তার বাবা ও মা শিশু কন্যা সানজিদা খাতুন কে খুঁজতে থাকে। একপর্যায়ে অজ্ঞাত স্থান থেকে মোবাইলে সানজিদার বাবার কাছে ফোন আসে এবং ৩ লাখ টাকার মুক্তিপণের দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। সে এত টাকা দিতে অশ্বীকার করে পরবর্তীতে আবার ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবী করা হয়। উল্লেখিত টাকা দিতে শ্বিকার করে এবং কোথায় দিতে হবে। এ সময় অপহরণকারীরা স্থানীয় একটি ব্রীজের নিচে রেখে যেতে বলেন। তাদের কথা মতে সন্ধ্যা ৭টার দিকে উক্ত টাকা ব্রীজের নিচে রেখে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। সংবাদ পে...

DXN ব্ল্যাক কফির উপকারিতা

Image
  ইভা ইসলাম খুলনা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন DXN ব্ল্যাক কফির উপকারিতা:  ১ - এলারজি রোধক : এলারজি এজমা চুলকানি রোগের জন্য এটি উপকার দেয়। ২ - DXN ব্ল্যাক কফিতে স্মৃতিশক্তি বাড়ায়: ব্ল্যাক কফি মস্তিষ্ককে আরও সচল থাকতে সাহায্য করে। যার ফলে স্মৃতিশক্তি অনেকখানি বেড়ে যায়। এছাড়া নার্ভকেও সচল রাখতে সাহায্য করে।  ৩- DXN ব্ল্যাক কফিতে বুদ্ধিমত্তা বাড়ায়: ক্যাফেইন থাকায় কফি মুড ভালো রাখে, এনার্জি বাড়িয়ে দেয় ও একইসঙ্গে বুদ্ধির বিকাশ ঘটায়।  ৪- DXN ব্ল্যাক কফিতে পেট পরিষ্কার রাখে: চিনি ছাড়া কফি খেলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে পেট পরিষ্কার থাকে।  ৫- DXN ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।  ৬- DXN ব্ল্যাক কফিতে হৃদরোগ সারায় ব্ল্যাক কফি হৃদরোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে। এমনকী হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়।  ৭- DXN ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্টস ব্ল্যাক কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্...

আসন্ন ইউপি নির্বাচনে ধীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পদপ্রার্থী হ‌য়ে‌ছে একই পরিবারের পিতা ও পুত্র ।

Image
ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি দৈনিক বঙ্গ দর্পন  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী হয়েছেন  একই প‌রিবা‌রে পিতা  ধীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের বর্তমান মেম্বার  ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান এবং ছেলে মোঃ মাসুম খাঁন  একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছে।  এ নিয়ে এলাকায়  চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে  । পিতা জাহাঙ্গীর খাঁ‌নের প্রতীক তালা আর পুত্র মোঃমাসুম খানঁ এর প্রতীক হচ্ছ‌ে মোরগ । এই ওয়া‌র্ডে পিতা - পুত্র ছাড়া আ‌রো তিন জন  মেম্বার প্রার্থী র‌হে‌ছে ।ভোটার হচ্ছ‌ে  আনুমা‌নিক ২৭০০ শত । এ বিষয়ে মোঃ আ‌নিস (৭০ ) বছরের এক বৃদ্ধা আমাদেরকে বলেন এটি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে একই পরিবার থেকে পিতা-পুত্রের যুদ্ধ আমরা ছবিতে  দেখেছি কিন্তুু নির্বাচনে একই পরিবারের পিতা ও পুত্র একই প‌রিবা‌রে একই ওয়ার্ড থে‌কে নিবার্চনে অংশ গ্রহন করার কথা  আমি  এর আগে কখনো শুনি নাই।  এ বিষয়ে আরো  ক‌য়েক জন বলেন মাসুম একজন বেকার ছেলে ঘুরে ফির...

গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত।

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন  গজারিয়া উপজেলার অর্ন্তগত ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের উদ্যোগে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।   অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহা আলম। স্বাগত বক্তব্য রাখেন ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশন আরা। অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বালুয়াকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শাহআলম প্রধান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ফরিদা পারভী,সীমা আফরোজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহা আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জন্ম থেক...