Posts

Showing posts from October 29, 2021

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের অভিযানে ৫ লিটার বাংলামদসহ গ্রেফতার এক।

Image
  মোঃমোশারফ হোসেন রুবেল  ক্রাইম রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৫ লিটার  বাংলামদসহ ১ জনকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বিশ্ব মসজিদ কবরস্থান সংলগ্ন ফাঁকা মাঠের পুর্ব পাশে অবৈধ মাদকদ্রব্য  দেশীয় চৌলাই ক্রয় বিক্রয় কালে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো: নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অবৈধ দেশীয় মাদকদ্রব্য ৫ লিটার চৌলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেন। আটককৃত মোঃ শাওন আহম্মেদ শান্ত (২২)কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার শাহাপাড় গ্রামের জুয়েল মিয়ার ছেলে। বর্তমানে তেঘরীয়ার কান্দাবাড়ি গিয়াসউদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া ।  শেখরনগর তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর (এসআই) মো: নজরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ লিটার বাংলামদসহ তাদের আটক করা হয় । আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

দোষটা কার ছিলো?

Image
  স্বপ্ন ছোয়া কাব্য লেখিকা  দৈনিক বঙ্গ দর্পন আজ অনেক দিন পর হঠাৎ করেই মনে পড়লো তোকে... দোষ আমার নয়, দোষটা হল মুঠো ফোনের স্ক্রিনের,  হঠাৎই তারিখের উপর চোখটা গেলো আটকে ; নিজেকে নিজেই কথা দিয়েছিলাম, আর কখনোই তোকে করবো না মনে,  কারণ তুই চলে যাবার পর...  নিজেকে, নিজের সামলে নিতে বেশ কষ্ট হয়েছেরে, না ভুল বললাম, তুই কখনোই ছেড়ে যাসনি আমাকে ছেড়েছি তো আমি তোকে, তাইতো হাজারো কাজে থেকেছি ডুবে যেন তোকে কখনোই আমার মনে না পড়ে, সারাদিন অফিস করে, রাতের বেলা আজও তোকেই মনে পড়ে,, তারপর বিছানাতে শরীরটা এলিয়ে দিলেই হল, ব্যাস...  কখন যে ঘুমের দেশে পাড়ি দেই নিজেই জানি না, আবার সকালে ডিউটি শুরু হয়... এভাবেই এখন সময় চলে যায়,  কাউকে নিয়ে ভাবার সত্যিই অবকাশ মেলে না আর। নিজেকে অনেকটা যন্ত্রে পরিনত করেছি যেখানে মন বলে কিছু নেই, যেন কোন ব্যথা, দুঃখকষ্ট, বিচ্ছেদ কোন কিছুই অনুভূতির আশংকা তৈরী করতে না পারে হৃদয়ে, ভালোই আছি তো, চলে যাচ্ছে দিন " তুই " নামক জানপাখি বিহীন,  নাহ্ রাগটা নয় তোর উপর যত রাগ সব নিজের সাথেই নিজের, তুই তো কিছুই জানতিস না, এমন কি আজ অবধি নয় ; তাইতো তুই আজ অন্য...