Posts

Showing posts from March 16, 2024

রূপের প্রেম

Image
  "রূপের প্রেম" সুমাইয়া রহমান কাব্য লেখিকা দৈনিক বঙ্গ দর্পন  রূপের প্রেমে নয়,কথার প্রেমেই পড়ে ছিলো। কিন্তু কথা ফুরাবার আগে সে রূপের প্রেমকেই চেয়েছিলো।  আমি তো সৌন্দর্যের কাছে বরাবর নত হয়েছি। আমি তো রূপবতী নই,গুণবতীও নই।  মনের বিচারে জাজ করতে পারো, কিন্তু রূপের বিচারে আমাকে পরখ করোনা। যে রূপে আমাকে বিচার করেছো, একবার ভেবে দেখো রূপের গুণে আবার কাউকে হারিয়ে না ফেলো!  রূপ বরাবর ক্ষনস্থায়ী আমরা সবাই জানি কিন্তু আমরা আবার রূপকেই খুঁজি। আমি এখন ভেবে রেখেছি আমার কথার প্রেমে যে আসবে তাকে আমি আমার করেই রাখতে চাই। যদি আসতে চাও তাহলে সব সৌন্দর্যেকে হার মানিয়ে মনের প্রেমে যদি পড়তে পারো তবেই এসো!!