Posts

Showing posts from April 16, 2022

শার্শায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

Image
  ইকরামুল ইসলাম  বেনাপোল প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন যশোর জেলার শার্শা পল্লী থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে উদ্ধার করা হয়েছে।  ১৬ই এপ্রিল শনিবার রাত আটটায় শার্শা থানাধীন পশ্চিম পাড়া বেনাপোল-যশোর হাইওয় সড়কের পাশে জৈনক ইন্তাজুর রহমানের পুত্র আকরাম(২৮) এর বাড়ির পিছনের বিচলি গাদার পাশ থেকে একটি ছেলে শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আকরামের স্ত্রী রাবেয়া বেগম শিশুটি উদ্ধার করে শার্শা থানা পুলিশের সহায়তায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটি সুস্থ আছে বলে জানান। বর্তমানে শিশুটি রাবেয়া দম্পতীর হেফাজতে আছে। এবিষয়ে শার্শা থানার ওসি মামুন খান বলেন, একটি শিশু উদ্ধারের ঘটনা শুনেছি। শিশুটির প্রকৃত পিতামাতার খোজে তদন্ত অব্যাহত আছে।