দিনাজপুরের বীরগঞ্জে ফিল্মি কায়দায় অপহরণ ও মুক্তিপন আদায়।
নিউজ ডেস্ক(অপরাধ বিভাগ) দৈনিক বঙ্গ দর্পন প্রধান কার্যালয় দিনাজপুরের বীরগঞ্জে ফিল্মি কায়দায় অপহরণ ও মুক্তিপন আদায়। ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮/০৩/২০২৪ খ্রীঃ দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ থানার কৈকুড়ী নামক স্থানে আনুমানিক সন্ধা ৭:৩০ মিনিটের দিকে অতর্কিত অপহরণের পর মুক্তিপন আদায় এর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কিত আলাপ চারিতায় ভুক্তভোগী মোঃবিল্লাল হোসেন (২১) জানান।তার শশুর বাড়ী বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়ন এর ডাবরা জিনেশ্বরী(মাষ্টার মোড়) এ। গত ১৬/০৩/২০২৪ খ্রীঃ শশুরের অসুস্থতার খবর পেয়ে,দেখতে আসেন বিল্লাল হোসেন।দু দিন শশুর বাড়ীতে অবস্থান এর পর গত ১৮/০৩/২০২৪ খ্রীঃবর্তমান ঠিকানা গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সস্ত্রীক লিজা আক্তার(১৮) এবং বিল্লাল হোসেন গোলাপগঞ্জ নামক স্থানে বীরগঞ্জ যাওয়ার জন্য অটোরিকশায় উঠে।অটোরিকশা চলমান থাকা অবস্থায় কৈকুড়ী নামক স্থানে পৌছানোর সাথে অপরিচিত কয়েকজন ব্যাক্তি অটোরিকশার গতিরোধ করে ভুক্তভোগী বিল্লাল হোসেন ও তার স্ত্রী লিজা আক্তারকে অটোরিকশা থেকে নামিয়ে নিয়ে কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক ভুট্টা খেত এর নির্জন যায়গায় নিয়ে য...