নৌকার সমর্থকদের উপর হামলা করলো বিদ্রোহী প্রার্থীর লোকজন
ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের দক্ষিন চরমশুরা (আলির টেক) এলাকায় নৌকা প্রতিকের কর্মি রাসেদ বেপারীকে (৩২), কুপিয়ে জখম করা হয়েছে। অপরদিকে ফুলতলায় এলাকায় শিমুল বেপারী বাড়ির সামনে নৌকা ক্যাম্পে হামলা করে আবুল ডাক্তার (৪৪) কে পিটিয়ে আহত করে।এসময় ক্যাম্পে ভাংচুর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় রাসেদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আফসার উদ্দিন ভূইয়ার সমর্থক ও কর্মি রাসেদ বেপারী আলির টেক এলকায় মটর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচরনায় বের হয়েছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের হাজী আক্তারুজ্জামান জীবন এর সমর্থক মোতাহার গাজি (৫০), জাকির গাজি (৪৫), বাবু গাজি (৩৫), নাসির মাদবর (৪০), সেলিম (৩৫) সহ আরো ১০/১২জন রাসেদের মটরসাইকেল এর গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মটরসাইকেল ভাংচুর করে। পরে ওই এলাকার লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চি...