Posts

Showing posts from November 21, 2021

নৌকার সমর্থকদের উপর হামলা করলো বিদ্রোহী প্রার্থীর লোকজন

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের দক্ষিন চরমশুরা (আলির টেক) এলাকায় নৌকা প্রতিকের কর্মি রাসেদ বেপারীকে (৩২), কুপিয়ে জখম করা হয়েছে। অপরদিকে ফুলতলায় এলাকায় শিমুল বেপারী বাড়ির সামনে নৌকা ক্যাম্পে হামলা করে আবুল ডাক্তার (৪৪) কে পিটিয়ে আহত করে।এসময় ক্যাম্পে ভাংচুর চালানো হয়।  গুরুতর আহত অবস্থায় রাসেদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  জানাগেছে, উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আফসার উদ্দিন ভূইয়ার সমর্থক ও কর্মি রাসেদ বেপারী আলির টেক এলকায় মটর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচরনায় বের হয়েছিলেন।  এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের হাজী আক্তারুজ্জামান জীবন এর সমর্থক মোতাহার গাজি (৫০), জাকির গাজি (৪৫), বাবু গাজি (৩৫), নাসির মাদবর (৪০), সেলিম (৩৫) সহ আরো ১০/১২জন রাসেদের মটরসাইকেল এর গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মটরসাইকেল ভাংচুর করে। পরে ওই এলাকার লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চি...

মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যাঁরা

Image
  মোঃ মিনহাজুল হক  নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন, সদর ইউনিয়নে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, খাজুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম নুরুজ্জামান মিলন, রাইগাঁ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান আরিফ, এনায়েতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য, মহাদেবপুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ ময়নুল ইসলাম, উত্তরগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য বজলুর রশিদ, চেরাগপুর ইউনিয়নে বর্তমান চে...

শার্শার গোড়পাড়ায় পূর্ব শত্রুতার জেরে হত্যাচেষ্টার অভিযোগ

Image
  ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ানের গোড়পাড়ার বনমান্দার পাড়ার মৃত ফকির আহম্মাদের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান আলীকে পূর্ব শত্রুতার জেরে হত্যাচেষ্টা, পুলিশ ফাঁড়িতে অভিযোগ। ২১শে নভেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় রমজান আলী ব্যবসার উদ্দশ্যে গোড়পাড়া বাজারে তার নিজ মটর সাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে দরিদূর্গাপুর নামক স্থানে মসজিদের পাশে আবুল কালামের ট্রলির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে পূর্ব পরিকল্পনা মাফিক ট্রলি রমজান আলীর উপরে উঠিয়ে দেন। এতে রমজান আলী মটর সাইকেল সহ ট্রলির নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে  দ্রুত উদ্ধার করে। সরোজমিনে গিয়ে দেখা যায়, মটর সাইকেলটি ট্রলির নিচে পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলীর সাথে মৃত আব্দুল কাদের সরদারের পুত্র আবুল কালামের সহিত রমজান আলীর জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ছিলো। আজ যখন তিনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন আবুল কালামের ট্রলির সামনে দিয়ে যাওয়ার পথে পর্যাপ্ত জায়গা থাকা সত্তেও কেনো যে রমজানের মটর সাইকেলের উপর তুলে দিলো আমরা বুঝলাম না। এবিষয়ে রমজান আলী বলেন, জমি জায়গার জেরে এর আগেও আমার ...

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া

Image
ইসলামী ডেস্ক  দৈনিক বঙ্গ দর্পন  ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া ..............................................................................  পাঁচ ওয়াক্ত নামাযের গুরুত্ব ও ফযীলত অসীম। এই নামাযের একটি বিধান হচ্ছে জামাতের সাথে আদায় করা। এটা ওয়াজিব। হাদীসে জামাতের প্রতি সবিশেষ উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাতে অবহেলার ব্যাপারে কঠোর সতর্ক করা হয়েছে। এক হাদীসে আছে, জামাতের নামায একাকী নামাযের চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে। -সহীহ বুখারী, হাদীস ৬৪৫; সহীহ মুসলিম, হাদীস ৬৫০ অন্য হাদীসে আছে, কোনো এক নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পেলেন না। বললেন, আমার ইচ্ছে হয়, কাউকে কাঠ-খড়ি আনতে বলি। তারপর আযান দিতে বলি। তারপর কাউকে নামায পড়াতে বলি। অতপর যারা জামাতে আসে না আমি তাদের কাছে যাই এবং কাঠ-খড়ি জ্বালিয়ে তাদেরসহ বাড়িঘর পুড়িয়ে দেই। -সহীহ বুখারী, হাদীস ৬৪৪; সহীহ মুসলিম, হাদীস ৬৫১ তার মধ্যে এশা ও ফজরের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এ দুই সময়ে মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে জামাতদুটিতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এজন্য হাদীসে এর প...

মুক্তির অপেক্ষায় সফল নির্মাতা এস.এম.শফিউল আযমের "উদীয়মান সূর্য "

Image
বিনোদন ডেস্ক  দৈনিক বঙ্গ দর্পন  “উদীয়মান সূর্য” একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র । মহান মুক্তিযেুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ঘারানার থ্রিলার চলচ্চিত্র “উদীয়মান সূর্য”। নির্মাতা হিসাবে আমি এস.এম. শফিউল আযম বলতে চাই এই  “উদীয়মান সূর্য”  সিনেমাটি আমার স্বপ্ন। অতি যত্নে সময় নিয়ে সিনেমাটি আমি নির্মাণ করছি।  আমি আমার মধ্যে মুক্তিযুদ্ধকে লালন করি। মুক্তিযুদ্ধ আমাকে শিহরিত করে এবং সেই দেশ প্রেমের জায়গা থেকেই মূলত এই সিনেমাটি নির্মাণের প্রয়াস।  “উদীয়মান সূর্য”  এই সিনেমাটির কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা  করেছি আমি নিজেই।  সিনেমাটি ২০১৫ সালে শুরু হলেও ২০২০ সালের জানুয়ারী মাসে সম্পূর্ণ  নতুনভাবে রি-সুট করেছি। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে কাজ বিলম্বিত হয়েছে। সকল পোষ্ট প্রডাকশনের কাজ শেষে ডিসেম্বর ১০ তারিখের পর সেন্সর করার জন্য জমা দেওয়া হবে ইনশাআল্লাহ। যথা সময়ে সেন্সর লাভ করতে সক্ষম হলে আগামী মার্চ ২০২২ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করার প্রত্যাশা রয়েছে।  বর্তমানে সিনেমাটিতে সাদমান সামীর ও কান্তানুর কে জুটি হিসাবে দেখা যাবে । অনেকেই আমা...

নাটোরে ঈশ্বরদী ইউনিয়ন আ'লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

Image
  মনজুরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আ'লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ নভেম্বর ) দুপুরে উপজেলার পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব হোসেন ঝুলফু। সভায় বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাবেক ছাত্রলীগের নেতা অনুপ কুমার আচার্য প্রমূখ।  এ সময় ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

মানবতার ফেরিওয়ালা ও মোল্লাকান্দি এলাকা বাসির প্রিয় মানুষ হাজী মোঃরিপন হোসেন।

Image
ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জের তৃতীয় ধাপে ইউপি নির্বাচন জমে উঠতে শুরু করেছে।গ্রামের দোকান গুলোতে চায়ের কাপে ঝড় তুলছেন সাধারণ ভোটাররা,এ সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে তাদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। তারই ধারাবাহীকতায় শনিবার(২০নভেম্বর)   শনিবার     সকাল থেকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামসহ প্রতিটি মহল্লায় মানুষের ঘরে ঘরে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান পদো প্রার্থী হাজী মোঃ রিপন হোসেন।দলটির মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রবীন ও ত্যাগী এই নেতা যেখানেই যাচ্ছে জনস্রোতে পরিনিত হচ্ছে গণসংযোগ।সাধারণ ভোটারদের সারাও পাচ্ছেন ব্যাপোক ভাবে। এক প্রশ্নের জবাবে হাজী মোঃ রিপন হোসেন বলেন, আমি মোল্লাকান্দি গ্রাম এর সন্তান সব সময় মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি।এবার আমাকে তৃণমূল এর নেতকর্মীদের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন এ নৌকার মাঝি মনোনীত করেছেন দল থেকে।আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মোল্লাকান্দি ইউনিয়ন টিকে গ্রাম থেকে শহ...