নাটোরে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মনজুরুল ইসলাম জেলা প্রতিনিধি, নাটোর দৈনিক বঙ্গ দর্পন কেক কাটা,শোভাযাত্রা,পূষ্প মাল্য অর্পন সহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে দলের নেতা কর্মিরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, আওয়ামীলীগ নেতা সৈয়দ মত্তুর্জা আলী বাবলু,শ্রমিক লীগের সভাপতি মঈনুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুর রহিম সহ নেতা কর্মিরা।