Posts

Showing posts from April 24, 2022

নাটোরে সিংড়ায় ৫০কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ, আটক ২

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের সিংড়ায় প্লাস্টিকের কেরেটের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার, একটি ট্রাক জব্দ ও ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। নাটোর ক্যাম্প (সিপিসি-২) র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে সিংড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে জামতলী বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ  হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  কুমিল্লার মুরাদনগর থানার গোকুল নগরের আবুল খায়েরের ছেলে মোঃ জিলানী (২৪) ও মৃত শাহাআলম এর ছেলে মোঃ আনিচ মিয়া (৩৮) কে আটক করা হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকে রাখা প্লাস্টিকের ১৫০টি ক্যারেটে থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল -২ এসএসসি পরীক্ষার্থীর।

Image
  মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ১৬ বছরের বাপ্পি ইসলাম উপজেলার চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও ১৮ বছরের শহিদুল ইসলাম তেমুক নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তারা দুজনেরই এ বছর চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রেজওয়ানুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাপ্পি ও শহিদুল মোটরসাইকেলে করে সিংড়ার পৌর এলাকার দিকে যাচ্ছিল। পথে নিংগইন শুঁটকি চাতাল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী মুক্ত বলাকা নামের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বাপ্পি ঘটনাস্থলেই মারা যায়। পেছনে থাকা শহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পরিদর্শক রেজওয়ানুল ইসলাম বলেন, ‘ঘটনার পর বাস রেখেই চালক ও তার সহকারী পালিয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। পরিবারের আবেদনের পরিপ্রে...

সৈয়দপুরে সাংবাদিকের উপর হামলা ও বিকৃত পোষ্টার টাঙ্গিয়ে অপদস্ত-তদন্তে BMSF টিম

Image
  শরিফা বেগম রংপুর জেলা প্রতিনিধি  দৈনিক বঙ্গ দর্পন নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার ব্রাকবোন ড্রেন সৈয়দপুর পৌরসভা নিজেদের দাবী করে স্থায়ী সবজি বাজার নির্মাণের সংবাদ স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হলে সাংবাদিক মোতালেব হোসেন হকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। পরবর্তীতে ফটোশপ সম্পাদনের মাধ্যমে তার ফেসবুক প্রোফাইল ছবিতে এডিট করে জুতার মালা পড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সৈয়দপুর শহরের বিভিন্ন স্থাপনায় ও পিলারে টাঙ্গিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে ভূমিদস্যুরা। এতে সাংবাদিক ও সুধী সমাজে নিন্দার ঝড় উঠেছে।সরেজমিনে গেলে জানা যায়, সাংবাদিক মোতালেব হোসেন হককে জুতার মালা পরানো বিকৃত পোস্টারটি এখন সারা শহরে। রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল-এর বিশেষ প্রতিবেদক তিনি। ফটোশপে সম্পাদনার মাধ্যমে তাঁর ফেসবুক প্রোফাইলে থাকা একটি ছবিতে জুতার মালা সংযুক্ত করে রাস্তায় রাস্তায় প্রদর্শণ করা হয়েছে। সাহস নিয়ে সত্য বলেন, তাই ‘হক সাংবাদিক’ নামেই পরিচিতি অবাঙ্গালী অধ্যুষিত শহর সৈয়দপুরে। একজন সংবাদকর্মীর জীবনে এই পরিনাম মেনে নিতে পারছেন না সহকর্মীদের অনেকেই।এরআগে, রেলওয়ের জমি অবৈধ দখলে...