নাটোরের পদ্মা নদীর নৌকা ঘাটের আধিপত্য সংঘর্ষে ৮ জন
স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরে পদ্মা নদীর নৌকা ঘাটের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৬ জুন ২০২২) দুপুরে উপজেলার লালপুর কলোনীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আমবু পক্ষের দক্ষিণ লালপুর কলোনীর মৃত ইছার উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম আমবু (৩৫) ও শামীম (৩৮) এবং পান্নুর ছেলে বিপ্লব (৩৫)। অপর দিকে মতি পক্ষের দক্ষিণ লালপুর চরের লোকমানের ছেলে সেন্টু (৩৭), নুবসারের ছেলে বকুল (৪০), দক্ষিণ লালপুর কলোনীর সানেজ আলীর ছেলে খাইরুল (৪৫), মোজাফফর হোসেনের ছেলে রিফাত হোসেন (১৭) ও লোকমান খাঁর ছেলে ঝন্টু (৩৩)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর কলোনী পদ্মা নদীর নৌকা ঘাটের আধিপত্য নিয়ে বিরোধ নিরসনে লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের কাছে দুই পক্ষ যান। এ বিষয়ে কোন সমাধান না হওয়ায় চেয়ারম্যানের কাছে উভয়পক্ষ দুইদিন সময় চেয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যান। তাঁরা কলোনীর দিকে যাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর রক্তাক্ত জখম হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ...