প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ।
পাবনা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম দৈনিক বঙ্গ দর্পন পাবনা বেড়া উপজেলার নতুন ভারেংগা ইউনিয়নের রাকসা সাফুল্লা ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুয়েল (৩৫) কর্তৃক ৩য় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রী সাংবাদিকদের জানায়, আমি নিয়মিত স্কুলে যাই। এবার আমি ক্লাস থ্রিতে পড়ি। গত ২৯শে ডিসেম্বর দুপুরে দপ্তরি জুয়েল আমাকে রুম পরিস্কার করানোর কথা বলে উপর তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপুর্বক আমার সাথে খারাপ কাজ করা চেষ্টা করে।এ কথা আমি সবাইকে বলে দেব বলতেই, সে আমাকে বিভিন্ন ভয়ভীতিও দেখায়।পরে আমি বাড়ীতে এসে আমার মায়ের কাছে বিষয়টি বলে দেই। এবিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা মা বলেন, ঘটনার পর পরই আমরা বিচারের দাবিতে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতির কাছে গেলে তারা কোন কর্নপাতই করেন না। আজকাল করে করে বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা করছিল তারা। ঘটনার একসাপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোন পদক্ষেপ না দেখে পরে আমরা উক্ত ঘটনার পরিপেক্ষিতে...