Posts

Showing posts from February 2, 2022

আওয়ামী আইনজীবী পরিষদের ভরাডুবি॥ সভাপতি অজয় সম্পাদক মাসুদ আলম

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন জাতীয়তাবাদী প্যানেল থেকে ১২ জন; আওয়ামী প্যানেল ৩জন বিজয়ী মুন্সীগঞ্জর বারের নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি॥ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে বিজয়ী এডভোকেট অজয় কুমার চক্রবতী ২০০ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট এডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মাসুদ আলম পেয়েছেন ২৪৭ ভোট অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট মুহা: মাহবুবুর রশীদ (সবুজ) পেয়েছেন ১৪৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মুহা. জাকারিয়া ইসলাম কাঞ্চন পেয়েছেন ২৪৩ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট জানে আলম আবদুল্লা পাশা প্রিন্স পেয়েছেন ১৫১ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মো: মজিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট, মুহা: নাসির আখতার সুমন পেয়েছেন ২১২ ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন...

সিরাজদিখানে অবৈধ ভাবে সরকারি খাদ্য গোডাউন দখল করে চলছে ব্যবসা প্রতিষ্ঠান।

Image
  ওসমান গনি  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গ দর্পন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে লীজের নামে প্রায় ২০ বছর ধরে সরকারি খাদ্য গোডাউন দখল করে কাঠের গোডাউন এবং ডেকোরেটরের ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, তালতলা বাজারে থাকা সরকারি খাদ্য গোডাউনটি ২০০১ সালে এক বছরের জন্য লীজ নেন কাজীরবাগ গ্রামের খলিল কাজী।  বাৎসরিক সরকারকে ৪০ হাজার টাকার টাকা দিয়ে প্রতিবছর নয়ায়ন করার কথা থাকলেও প্রায় ২০ বছর ধরে লীজ নবায়ন না করে গোডাউনটি দখলে রেখে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।  প্রতি বছর সরকার নির্ধারিত ৪০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন দখলদাররা। স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলার কারনে প্রায় ২০ বছর ধরে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।  জানাগেছে, তালতলা বাজারের লঞ্চ ঘাট এলাকায় ফুরশাইল মৌজার এস,এ ২২৩৯ আর,এস ১৭৪৭ দাগের ১২ শতাংশ জমিতে সরকারি নির্মাণকৃত গোডাউনটি ২০০১ সালে এক বছরে জন্য উপজেলা পরিষদ থেকে লিজ নেয় মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের খলিল কাজী। প্রতি বছর ৪০ হাজার টাকা সরকারি...