Posts

Showing posts from August 14, 2022

নাটোরে শিক্ষার্থীকে বিয়ে করে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার

Image
    মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরে শিক্ষার্থীকে বিয়ে করে ভাইরাল হওয়া খুবজিপুর এম হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে নাটোর শহরের বলারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহতের স্বামী নাটোর এন এস সরকারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হোসেন বলেন, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য তিনি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ীর বাহিরে যান। পথে জরুরী কথা বলার জন্য স্ত্রীর মোবাইল ফোনে কল দেন।  কিন্তু কলটি স্ত্রী খায়রুন নাহার রিসিভ করেনি। পরে তিনি স্ত্রীকে আরো কয়েকবার মোবাইল ফোনে কল করেন। এতেও ফোন রিসিভ না হলে স্বামী মামুন বাড়ীতে ফিরে আসেন। এরপর দরজা খুলে ঘরে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে অন্য ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে গ্যাস লাইট দিয়ে ওড়না পুড়িয়ে তার স্ত্রীকে নিচে নামিয়ে  বাড়ীর কেয়ারকে ডাক দেন। এরপর পুলিশকে জানানো হয়।  নাটোর পুলিশ তদন্ত ব্যুরোর পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গ...

নাটোরের লালপুরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Image
মনজুরুল ইসলাম  স্টাফ রিপোর্টার দৈনিক বঙ্গ দর্পন নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অপসারণ, নিয়মতান্ত্রিক ও সুষ্ঠভাবে নতুন ম্যানেজিং কমিটি পরিচালনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে  বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মাস্টার, অভিভাবক হাফিজুর রহমান, শামীম আহমেদ প্রমূখ। মানববন্ধন শেষে এলাকায় তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আসার পরে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির সাথে যোগসাজেশে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এছাড়া নিয়ম বহির্ভূত কমিটি করা হয়েছে। যার কারনে প্রতিষ্ঠানটি নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় প্রধান শিক্ষকের অপসারণ ও পুনরায় কমিটি গঠনের দাবি জানান। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেন, তার বিরদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।