নলছিটিতে খান মাইনুদ্দিনের বিদ্যুৎ চুরি প্রকৌশলীর বক্তব্যে আইনের ব্যাবস্থা নেওয়ার আশ্বাস
হাসান আহমেদ ব্যুরো চিফ বরিশাল(উপদেষ্টা) দৈনিক বঙ্গ দর্পন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের মাইনুদ্দিন নামক এক ব্যাক্তীর বসতগৃহের মিটার থেকে অবৈধ তার লাগিয়ে বিদ্যুৎ চুরি করাকালীন হাতে-নাতে ধরা পড়েছে। ঘরের আবাসিক মিটার থেকে মুরগীর খামারে বিদ্যুৎ ব্যবহারের গোপন সংবাদের ভিত্তিতে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলীর নির্দেশে তার অফিসের ষ্টাফ গত (২০ অক্টোবর) তারিখ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ছবি ও ভিডিওতে ধারণ করে।এ ঘটনার পর ওই খান মাইনুদ্দিনের পক্ষে নলছিটি উপজেলার কতিপয় অপ তদ্বীর চালিয়ে যাচ্ছে। নলছিটি উপজেলা ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের আবাসিক প্রকৌশলী ফিরোজ আহম্মেদ সন্যামত এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি এবং জরিমানাও করেনি। এ ব্যাপারে নলছিটি উপজেলা ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন আবাসিক প্রকৌশলী ফিরোজ আহম্মেদ সন্যামত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের আব্দুল আজিজ খানের পুত্র, এক সময়ের বরিশালের খান মাইনুদ্দীন তার নিজের নামের বিদ্যুতের মিটার থেকে অবৈধভাবে তার ...