Posts

Showing posts from May 27, 2025

🌸 "ভালোবাসা মানেই পূর্ণতা—এই ভাবনাটা আসলে অনেক সময় ভুল!"

Image
  🌸 "ভালোবাসা মানেই পূর্ণতা—এই ভাবনাটা আসলে অনেক সময় ভুল!" রিফাত আহমেদ দৈনিক বঙ্গ দর্পন আমরা অনেকেই ভালোবাসা বলতে বুঝি—একটা চাওয়া, একটা পাওয়া, একটা পরিণতি। ভাবি, যাকে ভালোবাসি তাকে পেলে সব ঠিক হয়ে যাবে। জীবন হবে সম্পূর্ণ।🌿 কিন্তু সময়ের সাথে বুঝতে শিখেছি— ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না। আবার, সব পূর্ণতাও ভালোবাসা নয়।🌿 অনেক সময় অন্যের পূর্ণতা দূর থেকে দেখতেই ভালো লাগে, আর নিজের ভালোবাসা—পূর্ণতা না পাক, এই চাওয়াটাই যেন শান্তি।🌿 কারণ আপনি যাকে ভালোবাসেন, সে যখন কারও ভালোবাসায় থাকে—আপনি শুধু চেয়ে দেখেন। ভাবেন, "ও ভালো থাকুক, ওর হাসিটা অক্ষত থাকুক—এই তো আমার ভালোবাসা!"🌿 কিন্তু একদিন যখন সেই মানুষটা আপনার হয়, যখন ভালোবাসা কাগজে লেখায় বাঁধা পড়ে— তখনই বোঝা যায়, ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে বোঝা, মানিয়ে নেওয়া, লড়াই করা। ⚠️ তবে গল্পটা এখানেই শেষ নয়।🌿➡️ আমি নিজে চোখের সামনে দেখেছি অনেক সম্পর্ক— যেখানে প্রেম ছিল পাহাড়ের মতো দৃঢ়, কিন্তু বিয়ের পর ভেঙে গেছে নদীর ঢেউয়ে।🌿 তাই বলি—  ভালোবাসা পূর্ণ না হলেও হতে পারে সম্পূর্ণ। আর ভালো থাকা সব সময় "পাওয়ার" মধ্...